জাতীয়

বাংলাদেশের অর্থনীতিতে মন্দা নেই : আইজিপি

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বলেছেন, বিশ্ব অর্থনীতিতে মন্দা থাকলেও বাংলাদেশের অর্থনীতিতে মন্দা নেই। বাংলাদেশের অর্থনীতি দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে। পোশাক কারখানাগুলোতে শিল্প পুলিশের নিরাপত্তার কারণে অর্থনীতি অনেক দূর এগিয়ে গেছে।

আজ রবিবার দুপুরে সাভারের আশুলিয়ার শ্রীপুর এলাকার শিল্প পুলিশ-১ এর প্রধান কার্যালয়ে পুলিশ ব্যারাক উদ্বোধন শেষে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, পুলিশের নিয়োগ, পদায়ন ও পদোন্নতির ক্ষেত্রে স্বচ্ছতা থাকায় সারা দেশে পুলিশ বাহিনী প্রশংসিত হয়েছে। পুলিশ বাহিনীকে আরো আধুনিক করে গড়ে তোলা হচ্ছে। এ ছাড়া ‘মানবিক পুলিশ বাহিনী’ গড়ে তুলতে সব ধরনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

তিনি বলেন, পুলিশ জনগণের বন্ধু। পুলিশ সব সময় দেশের কল্যাণে কাজ করে যাচ্ছে। জঙ্গি, মাদক ও সন্ত্রাস দমনে পুলিশ ব্যাপক প্রশংসিত হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন শিল্প পুলিশের অতিরিক্ত আইজিপি আব্দুস সালাম, ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান, শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার সানা শামিমুর রহমানসহ সাভার ও আশুলিয়ার বিভিন্ন পোশাক কারখানার মালিকরা।

বার্তা কক্ষ,৯ ফেব্রুয়ারি ২০২০

Share