Sunday, 17 May, 2015 01:58:05 PM
চাঁদপুর টাইমস ডেস্ক :
ভারতের বিভিন্ন জায়গা থেকে উদ্ধার হওয়া ৯ বাংলাদেশি তরুণীকে বাংলাদেশে ফেরত পাঠানো হচ্ছে।
রোববার দুপুরের দিকে তাদেরকে ফেরত পাঠানো হবে বলে জানা যায়। এ কাজে দিল্লির মানবাধিকার সংস্থা স্টপ-ট্রাফিকিং অ্যান্ড অপারেশন অফ চিলড্রেন অ্যান্ড ওমেন সাহায্য করছে।
স্টপ-ট্রাফিকিং অ্যান্ড অপারেশন অফ চিলড্রেন অ্যান্ড ওমেন এর চেয়াারম্যান রমা দেবব্রত বলেন, “৯ বাংলাদেশি তরুণীকে বিভিন্ন সময় ভারতের বিভিন্ন এলাকা থেকে উদ্ধার করে তাদের সেফহোমে রাখা হয়েছিল।” তিনি আরো বলেন, “ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং বাংলাদেশ হাই কমিশনের উদ্যোগে আজ তাদের দেশে ফেরত পাঠানো হচ্ছে।”
দিল্লির বাংলাদেশ হাইকমিশনের মিনিস্টার (কনস্যুলার) মোশারফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুপুরে বিমানযোগে তাদের ঢাকায় পাঠানো হচ্ছে।
চাকরি বা কাজের লোভ দেখিয়ে দালালরা তরুণীদের ভারতে নিয়ে নারী পাচারকারীদের কাছে বিক্রি করে দেয়। পরে দেশের বিভিন্ন জায়গা থেকে তাদের উদ্ধার করা হয়। (প্রতিকী ছবি)
চাঁদপুর টাইমস/ ডেস্ক/ এএস/ডিএইচ/২০১৫।