Saturday, April 11, 2015 14:47:35
বিনোদন ডেস্ক :
জয়া আহসান : ১৯৪৭-এর ভারত-বাংলাদেশ ভাগের পটভূমিতে সৃজিত মুখোপাধ্যায়ের ‘রাজকাহিনি’। এই ছবিতে গুরুত্বপূর্ণ একটি চরিত্রে রয়েছেন জয়া আহসান।
ফ্যাশন দুনিয়া থেকে ফিল্মি দুনিয়ায়। প্রথম ছবি।হিট করেনি ঠিকই, কিন্তু জয়া হারিয়ে যাননি ‘চোরাবালি’তে জাতীয় পুরস্কারও পেয়েছেন দু-দুবার। সেই অভিনয় ক্ষমতার সুবাদেই আমন্ত্রণ টলিউডে। এপারে প্রথম ছবি ‘আবর্ত’। এখন তাঁর হাতে ‘একটি বাঙালি ভূতের গপ্পো’।
মাহিয়া মাহি : বাংলাদেশে ব্যাপক জনপ্রিয়তা। খুব বেশি দিন আসেননি ফিল্মে। ২০১২-য় আবির্ভাব। তাঁর ‘ভালোবাসার রং’ গায়ে মেখে, বাংলাদেশ আপন করে নিয়েছে এই সুন্দরীকে। রোমিও ভার্সেস জুলিয়েট-এর হাত ধরে ঢুকে পড়েন টালিগঞ্জেও। তাঁর হাতে এখন বেশ কয়েকটি ছবি
কুসম শিকদার : ছিলেন মডেল, হয়েছেন নায়িকা। গানটাই ভালোই গান কুসুম। তবে, মাহি ও জয়ার সরাসরি রুপোলি পর্দায় আসেননি। ছোটপর্দায় জনপ্রিয়তাই কুসুমকে নিয়ে আসে ঢলিউডে। পেয়েছেন জাতীয় পুরস্কারও। তাঁর হাতে এখন গৌতম ঘোষের শঙ্খচিল। বিপরীতে প্রসেনজিত্
দিলরুবা ইয়াসমিন রুহি : টিভি থেকেই বড় পর্দায়। দিলরুবার মতোই। তাঁর আগে নাম কুড়িয়েছেন ফ্যাশন র্যাম্পে। রবীন্দ্রনাথের কাহিনি অবলম্বনে অপরিচিতা-য় প্রথম অভিনয়। টালিগঞ্জে পরমব্রত চট্টোপাধ্যায়ের বিপরীতে দেখা যাবে তাঁকে
সোহনা সাবা : তাঁর শুরুটা ছোটপর্দায়। সিরিয়াল থেকে ফিল্ম। খেলাঘর, চন্দ্রগ্রহণের মতো জনপ্রিয় ছবির নায়িকা। অয়ন চক্রবর্তীর ‘ষড়রিপু’-র হাত ধরে ঢুকে পড়েছেন টলিউডে।
চাঁদপুর টাইমস : এমআরআর/2015