আন্তর্জাতিক

বাংলাদেশীদের গরুর মাংস খাওয়ার অভ্যাস ছেড়ে দেয়ার আহ্বান

‎Thursday, ‎April ‎02, ‎2015   12: 22 PM

chandpur times :

বাংলাদেশিদের গরুর মাংস খাওয়ার অভ্যাস ছাড়ানোর জন্য ভারত-বাংলাদেশ সীমান্তে গবাদি পশু চোরাচালান পুরোপুরি বন্ধ করতে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ জওয়ানদের প্রতি আহ্বান জানিয়েছেন দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। দেশজুড়ে গরু জবাইবিরোধী প্রচারণা চালানোর কয়েক দিন পর গতকাল বুধবার একটি সীমান্ত চৌকিতে বিএসএফ জওয়ানদের উদ্দেশে বক্তব্য দেওয়ার সময় তিনি এ আহ্বান জানান। ভারতীয় বার্তা সংস্থা পিটিই গতকাল ‘বিএসএফ শুড পুট অ্যান এন্ড টু স্মাগলিং অব ক্যাটেল টু বাংলাদেশ : রাজনাথ সিং’ শীর্ষক প্রতিবেদনে এ কথা জানায়।

প্রতিবেদনে বলা হয়, রাজনাথ সিং বলেন, ‘আমাকে জানানো হয়েছে যে গবাদি পশু চোরাচালানের বিরুদ্ধে বিএসএফের নজরদারি বাড়ার কারণে বাংলাদেশে গরুর মাংসের দাম সম্প্রতি ৩০ শতাংশ বেড়েছে।’

বিএসএফ জওয়ানদের রাজনাথ সিং বলেন, ‘আপনারা নজরদারি আরো জোরদার করুন, যাতে গবাদি পশু চোরাচালান পুরোপুরি বন্ধ হয় এবং বাংলাদেশে গরুর মাংসের দাম আরো ৭০ থেকে ৮০ শতাংশ বাড়ে, যাতে বাংলাদেশিরা গরুর মাংস ছেড়ে দেয়।’

সরকারি পরিসংখ্যানের বরাত দিয়ে ওই প্রতিবেদনে বলা হয়েছে, গত বছর ভারত থেকে বাংলাদেশে প্রায় ১৭ লাখ গবাদি পশু চোরাচালান হয়েছে।

ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী গত রবিবার বলেন, এনডিএ সরকার ঐকমত্য সৃষ্টির মাধ্যমে দেশজুড়ে গরু জবাইয়ের ওপর নিষেধাজ্ঞা আরোপের ‘সর্বোচ্চ চেষ্টা’ করবে। তিনি বলেন, ‘এই দেশে (ভারতে) গরু জবাই মেনে নেওয়া হবে না। গরু জবাইয়ের ওপর নিষেধাজ্ঞা আরোপে আমরা সর্বাত্মক প্রয়াস চালাব এবং এ বিষয়ে ঐকমত্যে পৌঁছতে কঠোর পরিশ্রম করব।’

ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ভারত বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরো জোরদার করতে চায়। তিনি বলেন, ‘বাংলাদেশের সঙ্গে আমাদের অত্যন্ত হৃদ্যতাপূর্ণ সম্পর্ক রয়েছে এবং প্রতিবেশী এ দেশটির সঙ্গে আমরা সম্পর্ক আরো জোরদার করতে চাই।’

Share