এ বছর বাংলাদেশ থেকে ৬০ হাজার হজযাত্রী পবিত্র হজে অংশ নিচ্ছেন বলে জানিয়েছে রিয়াদের বাংলাদেশ দূতাবাস।
মঙ্গলবার ৫ জুলাই এক বার্তায় এ তথ্য জানায় রিয়াদের বাংলাদেশ দূতাবাস।
দূতাবাসের বার্তায় উল্লেখ করা হয়,প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখ্য সচিব ড.আহমদ কায়কাউসসহ সবশেষ হজযাত্রীরা সোমবার বিকেল ৪ টায় বিমানের ফ্লাইটে বাংলাদেশ থেকে জেদ্দায় পৌঁছান। রাষ্ট্রদূত ড.মোহাম্মদ জাবেদ পাটোয়ারী হজযাত্রীদের বিমানবন্দরে স্বাগত জানান।
এ সময় রাষ্ট্রদূত হজযাত্রীদের শুভকামনা জানান এবং তাদের যেকোনো প্রয়োজনে পাশে থাকার আশ্বাস দেন।
৫ জুলাই ২০২২
এজি