সৌদি আরবে এবার হজ পালন করতে গিয়ে ২০ জনের মৃত্যু হয়েছে। মদিনায় বাংলাদেশ হজ কার্যালয়ের তথ্যকেন্দ্র থেকে এই তথ্য জানা গেছে। সর্বশেষ স্থানীয় সময় বৃহস্পতিবার সকালে মদিনায় হৃদরোগে আক্রান্ত হয়ে মো. নূরচাঁদ মিয়া (৫৬) নামের এক বাংলাদেশি হজযাত্রী মারা যান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মদিনায় বাংলাদেশ হজ কার্যালয়ের তথ্যকেন্দ্র থেকে জানা যায়, বৃহস্পতিবার(১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে মো. নূর চাঁদ মিয়ার মৃত্যু হয়। নূরচাঁদ মিয়ার বাড়ি নরসিংদী জেলার বেলাবো থানার বেলাবো গ্রামে।
মদিনা হজ আইটি বিভাগের কর্মকর্তা মহিবুল্লাহ উমর ফারুক বাংলাদেশি হজযাত্রীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান,নূর চাঁদ মিয়ার পাসপোর্ট নম্বর ‘বি কে ০০৫৪৫০০’। আর জাতীয় পরিচয়পত্র (আইডি) নম্বর-১১৫১০৩৭।
মহিবুল্লাহ উমর ফারুক জানান, মো. নূরচাঁদ মিয়াসহ সৌদিতে এ পর্যন্ত ২০ জন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। এর মধ্যে মক্কায় ১৪ জন, মদিনায় পাঁচজন ও জেদ্দায় একজনের মৃত্যু হয়।
নিউজ ডেস্ক : আপডেট, বাংলাদেশ সময় ৯:২৪ পিএম, ১ সেপ্টেম্বর ২০১৬, বৃহস্পতিবার
এইউ