বিগত আট বছরের মধ্যে, ২০১৬ সালেই সবচেয়ে বেশি বাংলাদেশি শ্রমিক বিদেশে গেছে। এ সংখ্যা প্রায় সাড়ে ৭ লাখ বলে জানিয়েছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়।
সৌদি আরবের বাজার পুরোপুরি উন্মুক্ত হয়ে যাওয়া ও নারী শ্রমিকের অভিবাসন বাড়ায় এটি সম্ভব হয়েছে বলছেন জনশক্তি রপ্তানীকারকেরা।
তবে এ সময়ে অবৈধ অভিবাসন কমানো যায়নি বলছেন বিশ্লেষকেরা।
স্বাধীনতার পর থেকেই মধ্যপ্রাচ্যসহ বিশ্বের বিভিন্ন দেশে শুরু হয় বাংলাদেশি শ্রমিক রপ্তানি। যা দিনে দিনে বেড়েছে । তবে দু’ হাজার সাত ও আট সালে এই সংখ্যা পৌঁছায় রেকর্ড পরিমাণ।
প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের হিসেবে ২০০৭ সালে ৮ লাখ ৩৩ হাজার বাংলাদেশি শ্রমিক যায় বিভিন্ন দেশে।
২০০৮ সালে তা’বেড়ে দাঁড়ায় ৭ লাখ ৭৫ হাজারে। কিন্তু বিশ্বমন্দার পর থেকেই শ্রমিক রপ্তানিতে দেখা দেয় ভাটা।
২০১৬ সালে আবার ঘুরে দাঁড়িয়েছে জনশক্তি রপ্তানির বাজার। আট বছরের মধ্যে যা সর্বোচ্চ।
মধ্যপ্রাচ্যের দেশগুলোতে নারীকর্মীর সংখ্যা বাড়ায় জনশক্তি রপ্তানী বেড়েছে বলছেন রপ্তানিকারকেরা।
সম্প্রতি সৌদি আরবের বাজার খুলে যাওয়াও কারণ বলছেন তারা। তবে বিশ্লেষকেরা বলছেন, জনশক্তি রপ্তানির এই সুদিনেও কমেনি অবৈধ অভিবাসন।
অবৈধ পথে বিদেশ যাত্রা কমাতে অভিবাসন ব্যয় কমানোর কথা পরামর্শ গবেষকদের। (আমাদে সময়)
নিউজ ডেস্ক
।। আপডটে, বাংলাদশে সময় ০৭: ০৫ পিএম, ২ জানুয়ারি ২০১৭ সোমবার
এজি/এইউ