লেবাননের বৈরুতে বিস্ফোরণে আরও একজন বাংলাদেশিকে নিহত হিসাবে শনাক্ত করা হয়েছে। তার নাম মোহাম্মাদ রাশেদ। এ নিয়ে বিস্ফোরণে বাংলাদেশি নিহতের সংখ্যা দাঁড়ালো পাঁচজনে।
১০ আগস্ট সোমবার লেবাননে বাংলাদেশ দূতাবাসের হেড অফ চ্যান্সারি আবদুল্লাহ আল মামুন বলেন, বিস্ফোরণের দিন থেকে রাশেদ নিখোঁজ ছিল এবং একদিন পরে মারা যায়। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইটে নিখোঁজ বাংলাদেশির তথ্য জানানো হলে হাসপাতালে গিয়ে শনাক্ত করা হয়।
তিনি আরও বলেন, বর্তমানে তিনজন গুরুতর অবস্থায় আছেন, তারা হাসপাতালে চিকিৎসাধীন।
এর আগে বাংলাদেশি নিহত হিসাবে শনাক্ত হওয়া চারজন হলেন- ব্রাহ্মণবাড়িয়ার মেহেদী হাসান রনি ও মো. রাসেল, মাদারীপুরের মিজানুর রহমান এবং কুমিল্লার রেজাউল। ভয়াবহ এ বিস্ফোরণের ঘটনায় হেল্পলাইন চালু করেছে লেবাননের বাংলাদেশ দূতাবাস। বাংলাদেশিদের হতাহতের খবর জানাতে হেল্পলাইনে যোগাযোগের অনুরোধ করা হয়েছে।
প্রসঙ্গত, মঙ্গলবার (৪ আগস্ট) স্থানীয় সময় সন্ধ্যায় বিস্ফোরণে কেঁপে ওঠে বৈরুত। এ ঘটনায় প্রায় শতাধিক নিহত এবং ৪ হাজারের বেশি মানুষ আহত হয়েছেন।
বার্তা কক্ষ, ১১ আগস্ট ২০২০
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur