Home / আন্তর্জাতিক / এক বাংলাদেশির জন্য কাঁদছে আয়ারল্যান্ড, আর্থিক তহবিল সংগ্রহ:ডাবলিনে
বাংলাদেশির মৃত্যু

এক বাংলাদেশির জন্য কাঁদছে আয়ারল্যান্ড, আর্থিক তহবিল সংগ্রহ:ডাবলিনে

আয়ারল্যান্ডের ডাবলিনে ছিনতাইকারী ধরতে গিয়ে মারা যাওয়া বাংলাদেশি দোকানদার আকরাম হোসেনের পরিবারের পাশে দাঁড়াতে তহবিল সংগ্রহ করছেন স্থানীয় মানুষেরা।

প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে কথা বলে জানা গেছে, বাংলাদেশে আকরাম হোসেনের বাড়ি বিক্রমপুরে। ঢাকার মিরপুরে তার পরিবারের বসবাস।

আকরাম ডাবলিনের ড্রামকন্ড্রা এলাকার ট্রেন স্টেশনের পাশে একটি সেনট্রা শপে কাজ করতেন। রবিবার সকালে এক ছিনতাইকারীকে ধাওয়া করার সময় তার হার্ট অ্যাটাক হয়।

ডাবলিনের সাধারণ মানুষের কাছে তুমুল জনপ্রিয় ছিলেন আকরাম। স্থানীয় সাধারণ মানুষ থেকে শুরু করে সাংবাদিকেরা পর্যন্ত তার মৃত্যুতে হাহাকার করছেন। শতশত বিদেশি তাকে নিয়ে ফেইসবুকে লিখেছেন।

মিরপুরে আকরামের ১৪ বছর বয়সী ছেলে আছে। সেখানে তার স্ত্রী, মা, বোন এবং ভাই থাকেন।

অনলাইনে তহবিল সংগ্রহের আইরিশ প্ল্যাটফর্ম আইডোনেটে একটি ক্যাম্পেইন চালু করেছেন স্থানীয়রা। এই প্রতিবেদন লেখা পর্যন্ত প্রায় ২০ লাখ টাকা উঠেছে।

ক্যাম্পেইন পেজে আকরামকে ‘প্রিয় বন্ধু’ উল্লেখ করে লেখা হয়েছে, ‘আকরাম হোসেন আমাদের সবার প্রিয় বন্ধু ছিলেন। তার মর্মান্তিক মৃত্যুর পর পরিবারকে সাহায্য করতে এই তহবিল সংগ্রহ করা হচ্ছে।’

কিনিয়ান ব্রেনান নামের একজন সাংবাদিক ফেইসবুকে আকরামকে স্মরণ করে লিখেছেন, ‘রবিবার সকালে লোকটি মারা গেল। এক ছিনতাইকারীকে তাড়া করছিলেন উনি। অনেক দিন ধরে ওনাকে চিনি। অনেক ভদ্র মানুষ। এই এলাকার বাচ্চাদের কাছে খুব প্রিয়।’

ওলিভ সোয়ান নামের একজন ফেইসবুকে লিখেছেন, ‘আমার জন্ম ডাবলিনে। স্কুলে যেতে-আসতে এই দোকানে আকরামের সঙ্গে দেখা হতো। এত ভালো মানুষ বলে বোঝাতে পারব না।’

ওরলা গ্যানন নামের আরেকজন লিখেছেন, ‘আমি আকরামকে চিনতাম। অনেক মজার মানুষ ছিলেন। দোকানে গেলেই আমাকে প্রিসেন্স বলে ডাকতেন। বাচ্চাদের দেখলেই চকলেট, মিষ্টি উপহার দিতেন। ওনাকে ভুলতে পারব না।’

আকরাম কয়েক বছর অস্ট্রেলিয়ায়ও ছিলেন। সর্বশেষ ২০১৯ সালে ঢাকায় বেড়াতে আসেন।

ঢাকা চীফ ব্যুরো, ০৭ এপ্রিল,২০২১;