Friday, 05 June, 2015 4:22:48 PM
রিয়াদ (সৌদি আরব) করেসপন্ডেন্ট :
আসন্ন রমজান উপলক্ষে বাংলাদেশকে ২০০ মেট্রিক টন খেজুর উপহার পাঠিয়েছে সৌদি সরকার। বৃহস্পতিবার সৌদি দূতাবাসের চার্জ দা এফেয়ার্স খালিদ সুলতান আল ওতবাইবি দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ সচিব মোঃ শাহ কামালের কাছে তার কার্যালয়ে এ উপহার হস্তাান্তর করেন। দূতাবাসের কর্মকর্তা ও মন্ত্রণালয়ের কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন।
এ সময়ে সৌদি চার্জ দা এফেয়ার্স বলেন, বাংলাদেশের সাথে সৌদি আরবের সম্পর্ক সব সময়েই আনন্তরিক। বাংলাদেশের ভাল-মন্দ সকল সময়েই সৌদি সরকার ভাইয়ের মত পাশে থেকেছে। সৌদি সরকার সব সময়েই বাংলাদেশের মুসলিম জনগণের কল্যাণ কামনা করে। ত্রাণ সচিব বাংলাদেশের পক্ষ থেকে সৌদি সরকারকে ধন্যবাদ জ্ঞাপন করেন।
দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ইতোমধ্যে এ খেজুর গ্রহণ করেছে। রমজানের পূর্বেই তা মাঠ প্রশাসনের মাধ্যমে দুঃস্থ ও গরীবদের মাঝে বিতরণ করা হবে।
চাঁদপুর টাইমস/প্রতিনিধি/এএস/ডিএইচ/২০১৫।
চাঁদপুর টাইমস’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।