এশিয়া কাপে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের জয়ের দিন মাঠে এক পাকিস্তানি সমর্থকের হেনস্থা হওয়ার খবরে সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলপাড় শুরু হয়েছে। ওই সমর্থকের নাম মোহাম্মদ বশীর, যিনি ‘বশীর চাচা’ নামে পরিচিত। ম্যাচের দিন কাঁদো কাঁদো ভাব নিয়ে বাংলাদেশের পতাকা গায়ে বাংলাদেশি সমর্থকদের সঙ্গে তার তোলা কিছু ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। অনেকেই অভিযোগ করেন বাংলাদেশি সমর্থকরা নাকি জোর করে তাকে লাল-সবুজ পতাকা পরিয়ে ছবি তুলেছেন।
তবে এ ধরনের অভিযোগের কথা অস্বীকার করেছেন ওই পাকিস্তান সমর্থক। শুক্রবার তার কাছে হেনস্থার বিষয়ে জানতে চাওয়া হলে তিনি এমন অভিযোগের কথা অস্বীকার করেন। তবে পাকিস্তানি পতাকা নিয়ে মাঠে প্রবেশের সময় তাকে বাধা দেওয়া হয়েছিল বলে অভিযোগ রয়েছে বশীর চাচার।
মিরপুর প্রিন্স হোটেলে অবস্থানরত বশীর বলেন, ‘সেদিন আমাকে জোর করে বাংলাদেশি পতাকা পরানো হয়নি। খেলা চলাকালে আমি পাকিস্তানি পতাকা নিয়ে ভেতরে যেতে চেয়েছিলাম। তখন আমাকে চার-পাঁচজন এসে বলল, তুমি পাকিস্তানি পতাকা নিয়ে যেও না। আমি বললাম কেন? তারা জবাব দিল, স্টেডিয়ামে প্রধানমন্ত্রী আছেন। তাই কোনো পাকিস্তানি পতাকা নয়। ম্যাচে বাংলাদেশ জয় পাওয়ার পর আমি বাংলাদেশের পতাকা পরি। এবং আমি তখন বলি বাংলাদেশ জিন্দাবাদ।’
বশির চাচা ১৯৭১ সালে বাংলাদেশের প্রতি পাকিস্তানের বর্বরোচিত আচরণের জন্য দুঃখ প্রকাশও করেন। নিজে ছোট ছিলেন ১৯৭১ সালে। ওই সময় যা হয়েছে তার শাস্তি পাকিস্তান পেয়েছে বলেও উল্লেখ করেন তিনি। পরে খেলা নিয়ে তিনি বলেন, ‘পাকিস্তান ম্যাচে হেরে গিয়েছে, একটা কষ্ট তো থাকতেই পারে। কারণ আমি পাকিস্তানে জন্মেছি। তবে বাংলাদেশিরা খুব খুশি হয়েছে। আমি বাংলাদেশকে ভালবাসি। ইনশাআল্লাহ বাংলাদেশ ফাইনালে জিতবে। আমি ধোনিকে (ভারতের অধিনায়ক) ভালবাসি, তবে জিতবে বাংলাদেশই।’
নিউজ ডেস্ক || আপডেট: ০৯:২২ অপরাহ্ন, ০৪ মার্চ ২০১৬, শুক্রবার
এমআরআর
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur