অস্ট্রেলিয়ার গোল্ড কোস্টে অনুষ্ঠিত কমনওয়েলথ গেমসের ২১তম আসরে বাংলাদেশকে দ্বিতীয় পদক এনে দিল শাকিল। ৫০ মিটার পিস্তলে ২২০.৫ স্কোরে রৌপ্য জিতিছেন বাংলাদেশের এই শ্যুটার। এর আগে ১০ মিটার এয়ার রাইফেলে রৌপ্য জিতে বাংলাদেশকে প্রথম পদক এনে দেন আবদুল্লাহ হেল বাকী।
বাছাইপর্বে চতুর্থ হয়ে ফাইনালে নাম লেখান শাকিল। স্বর্ণ পদকের জন্য শেষ পর্যন্ত তিনি লড়াই করেন অস্ট্রেলিয়ার ড্যানিয়েলের সঙ্গে। তবে শেষ দুটি শটে শাকিলের স্কোর ছিলো, ৯ দশমিক ছয় ও ৮ দশমিক সাত। ফলে ২২০.৫ স্কোর গড়ে দ্বিতীয় হন শাকিল। এর আগে ২০১৬ এসএ গেমসের এই ইভেন্টে স্বর্ণ জিতেছিলেন শাকিল।
এদিকে ২২৭.২০ স্কোর করে এই ইভেন্টে স্বর্ণ জেতেন স্বাগতিক শ্যুটার ড্যানিয়েল রেপাকলি। আর ব্রোঞ্জ দখল করেন, ভারতের ওম মিথারভাল। তিনি ২০১.১ স্কোর করেন।