Home / জাতীয় / রাজনীতি / বাঁশেরকেল্লার আ্যডমিন গ্রেফতার: বাঁশেরকেল্লার দাবী নিরাপদ
বাঁশেরকেল্লার আ্যডমিন গ্রেফতার: বাঁশেরকেল্লার দাবী নিরাপদ

বাঁশেরকেল্লার আ্যডমিন গ্রেফতার: বাঁশেরকেল্লার দাবী নিরাপদ

স্পেশাল করেসপন্ডেন্ট:

জামায়াত-শিবির সমর্থিত ফেসবুক পেইজ ‘বাঁশের কেল্লা’র এডমিন জিয়া উদ্দিন ফরহাদকে আটক করেছে পুলিশ।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (মিডিয়া) মাসুদুর রহমান বলেন, ‘মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) হাতে আটক ব্যক্তি ফেসবুকে জামায়াত সমর্থনের আরো প্রায় ৫০টি পেইজের অ্যাডমিন ছিলেন।’

এ ব্যাপারে শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে বলে জানান তিনি।

অপরদিকে গণমাধ্যমে এ সংবাদ প্রচারিত হওয়ার পর শুক্রবার দুপুর ১১টা ৪৯ মিনিটে বাঁশেরকেল্লা একটি ‘বিশেষ নোটিশ’ শিরোণামে স্টাটাস দেয়,

সেখানে তারা তাদের এডমিন গ্রেফতারের খবরটি উড়িয়ে দিয়ে, এডমিন নিরাপদ রয়েছেন তা উল্লেখ করেন।

এতে তারা উল্লেখ করে ‘বিভিন্ন টেলিভিশনে ও অনলাইন নিউজে ব্রেকিং নিউজ দেয়া হচ্ছে- “বাঁশেরকেল্লা পেইজের প্রধান এডমিন আটক”।
কিন্তু আল্লাহর অশেষ রহমতে আপনাদের প্রিয় পেইজ বাঁশেরকেল্লা-র প্রধান এডমিনসহ সকল এডমিন নিরাপদ আছেন, আলহামদুলিল্লাহ।
এর আগেও কয়েকবার এরকম নাটক করে এডমিন গ্রেপ্তারের গুজব ছড়িয়েছিল সরকার। মেইনস্ট্রিম মিডিয়া সম্পূর্ন নিয়ন্ত্রন করার সাথে সাথে তারা স্যোশাল মিডিওয়ার উপরও কালো থাবা ফেলার অপচেষ্টা করে আসছে প্রতিনিয়ত। কিন্তু জনতার কথা কি আর আটকে রাখা যায়!!

উল্লেখ্য, ইন্টারনেট জগতে ফেসবুকের বাশেঁর কেল্লা পেজটির লাইক সংখ্যা প্রায় নয় লাখের মত।

669