চাঁদপুর শহরের টিলাবাড়ি এলাকায় শহর রক্ষা বাঁধে সিসি ব্লক ধসে পড়া স্থানে জিও ব্যাগ ফেলা শুরু করেছে চাঁদপুর পানি উন্নয়ন বোর্ড।
৩ জানুয়ারি সোমবার সকাল থেকে বিকেলে পর্যন্ত প্রায় ৬ শতাধিক জিও ব্যাগ ফেলা হয় ভাঙন কবলিত স্থানে। মেঘনা নদীতে ধসে পড়া এলাকার মানুষের মাঝে এখনো আতঙ্ক বিরাজ করছে।
স্থানীয়রা জানায়, রোববার হঠাৎ করে ব্লক দেবে যাচ্ছে বলে মানুষ ছুটাছুটি শুরু করে। প্রায় ৫৫মিটার এলাকার সিসি ব্লক নদীতে বিলীন হয়ে যায়। সিসি ব্লক ধসে পড়ায় বড় ধরনের ফাটল দেখা দেখা দেয়। যে পরিমাণ জিও ব্যাগ ফেলা হচ্ছে, তাতে করে বাঁধ রক্ষা করা সম্ভব নয়। এখানে স্থায়ী বাঁধ না দিলে যে কোন সময় ভাঙন দেখা দিতে পারে।
চাঁদপুর পানি উন্নয়ন বোর্ডের উপ সহকারী প্রকৌশলী ফখরুল আমিন বলেন, ভাঙন কবলিত স্থানটিতে ধিরে ধিরে মিটার বাড়ছে। এখন পর্যন্ত ৫৫ মিটার ভাঙন স্থান চিহিৃত করা হয়েছে। এছাড়া এখানকার গভিরতা রয়েছে ২০ মিটার। আমার প্রতিদিন ৫০০-৭০০ জিও ব্যাগ ফেলার চেষ্টা করবো।
প্রতিবেদকঃ শরীফুল ইসলাম, ৩ জানুয়ারি ২০২২
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur