Home / সারাদেশ / বাঁকা রাস্তা সোজা করার সুপারিশ
sangsad...

বাঁকা রাস্তা সোজা করার সুপারিশ

আঞ্চলিক সড়ক বা মহাসড়কের বাঁকা রাস্তাগুলো সোজা করার সুপারিশ করেছে সংসদীয় কমিটি।

বৃহস্পতিবার (১৮ মার্চ) সংসদ ভবনে অনুষ্ঠিত সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি সড়ক দুর্ঘটনা রোধে এ সুপারিশ করেছে বলে সংসদ সচিবালের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

কমিটির সভাপতি মো.একাব্বর হোসেনের সভাপতিত্বে বৈঠকে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের ভার্চুয়ালি অংশ নেন। এছাড়া কমিটির সদস্য এনামুল হক, মো. হাসিবুর রহমান স্বপন, মো.আবু জাহির,রেজওয়ান আহম্মদ তৌফিক, মো.ছলিম উদ্দীন তরফদার এবং রাবেয়া আলীম অংশগ্রহণ করেন।

বৈঠকে ঢাকা-আশুলিয়া এক্সপ্রেসওয়ে নির্মাণ প্রকল্পের কাজ নির্ধারিত সময়ে শুরু এবং যথাসময়ে শেষ করার জন্য সুপারিশ করে কমিটি। এছাড়া বৈঠকে সম্প্রতি সুনামগঞ্জে নির্মাণাধীন একটি ব্রিজের গার্ডার ভেঙে পড়ায় দায়িত্ব অবহেলার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য কমিটি সুপারিশ করে।

বার্তা কক্ষ , ১৮ মার্চ ২০২১
এজি