রাজধানীর বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে আগুন লেগেছে। রোববার (২১ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সের ছয়তলা থেকে এ আগুনের সূত্রপাত হয় বলে প্রাথমিকভাবে জানা গেছে।
এ সময় মানুষের হুড়োহুড়িতে মার্কেটে আতঙ্ক ছড়িয়ে পড়ে। মার্কেটটির ছয়তলা থেকে বিভিন্ন জানালা দিয়ে কালো ধোঁয়া বেরিয়ে আসতে দেখা যাচ্ছে।
জুতার দোকান থেকে আগুনের সূত্রপাত বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আলী আহাম্মেদ খান।
ফায়ার সার্ভিসের ওই কর্মকর্তা জানান, এ মুহূর্তে ২০টি ইউনিট আগুন নেভানোর কাজ করছে। আরো কয়েক ইউনিট পথে রয়েছে।
আলী আহাম্মেদ খান জানান, শপিং মলের ছয়তলায় জুতার দোকান লিবার্টি শোরুম থেকে আগুনের সূত্রপাত হয়। তবে ঠিক কী কারণে আগুনের ঘটনা ঘটল জানাতে পারেননি তিনি।
আগুনের পর থেকে বসুন্ধরা সিটির ছয়, সাত ও আটতলা থেকে জানালা দিয়ে ধোঁয়ার কুণ্ডলী বের হতে থাকে। আশপাশের ভবনগুলোতেও ধোঁয়া ঢুকে যায়। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
সরেজমিনে জানা যায়, বসুন্ধরা কমপ্লেক্সের পেছনের জানালা দিয়ে ধোঁয়া বের হচ্ছে। ফায়ার সার্ভিস জানিয়েছে, ভেতরে কেউ আটকে নেই। (এনটিভি)
নিউজ ডেস্ক : আপডেট, বাংলাদেশ সময় ১:৩০ পিএম, ২১ আগস্ট ২০১৬, রোববার
ডিএইচ