Home / চাঁদপুর / চাঁদপুরে বসুন্ধরা গ্রুপের সহায়তা পেল কর্মহীন শ্রমিকরা
বসুন্ধরা

চাঁদপুরে বসুন্ধরা গ্রুপের সহায়তা পেল কর্মহীন শ্রমিকরা

চাঁদপুরে বসুন্ধরা গ্রুপের দেওয়া খাদ্য সহায়তা পেয়েছেন দেড় শতাধিক শ্রমিক। যারা করোনার এ সময় অনেকটা কর্মহীন ছিলেন। তাদের হাতেই তুলে দেওয়া হলো চাল, আটা, তেল, ডাল ও মশলাপাতি।

১০ আগস্ট মঙ্গলবার বিকেলে প্রসিদ্ধ পাইকারি ব্যবসাকেন্দ্র পুরানবাজারে শ্রমিকদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করে বসুন্ধরা ফুড অ্যান্ড বেভারেজ অ্যান্ড মাল্টি ফুড।

এ সময় সেখানে উপস্থিত ছিলেন চাঁদপুর চেম্বার অ্যান্ড কমার্সের সহসভাপতি তমাল কুমার ঘোষ, পরিচালক সালাহউদ্দিন বাবর, পরিচালক গোপাল চন্দ্র সাহা, চাঁদপুরে বসুন্ধরা ফুড অ্যান্ড বেভারেজের পরিবেশক সুবল চন্দ্র পোদ্দার, রনি চন্দ্র পোদ্দার, শুভসংঘ চাঁদপুর শাখার সভাপতি লায়ন মাহমুদ হাসান খান, সাধারণ সম্পাদক ভিভিয়ান ঘোষ, বসুন্ধরা ফুড অ্যান্ড বেভারেজের রিজিওনাল ম্যানেজার মো. মনিরুজ্জামান এবং চাঁদপুর এরিয়া ম্যানেজার শামছুল আলম, কালের কণ্ঠ চাঁদপুর প্রতিনিধি ফারুক আহম্মদ প্রমুখ।

এদিকে, করোনার কারণে দীর্ঘদিন কর্মহারা মানুষগুলো বসুন্ধরা গ্রুপের এমন মানবিক খাদ্য সহায়তা পেয়ে দারুণ খুশি। মানসম্মত এমন খাদ্যসামগ্রী পেয়ে তাদের চোখে-মুখে হাসির ঝিলিক দেখা গেছে।

চাঁদপুর চেম্বার অ্যান্ড কমার্সের সহসভাপতি তমাল কুমার ঘোষ জানান, মানুষ মানুষের জন্য সেই মানবিক দায়িত্ব পালন করেছে বসুন্ধরা গ্রুপ। এই জন্য দেশের বৃহৎ এই শিল্প গ্রুপকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান তিনি।

চাঁদপুর করেসপন্ডেট