চাঁদপুর

চাঁদপুরকে ব্র্যান্ডিং করতে বসুন্ধরা কনভেনশনে ইলিশ মেলা

চাঁদপুর জেলা প্রশাসনের সহায়তায় ও চাঁদপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের আয়োজনে মজার মজার ইলিশের রান্না নিয়ে আগামী শুক্রবার (২৭ জানুয়ারী) ঢাকার বসুন্ধরা কনভেনশন সেন্টার-২ এ ইলিশ মেলা অনুষ্ঠিত হবে।

চাঁদপুরকে ব্র্যান্ডিং করতে বসুন্ধরা কনভেনশনে ইলিশ মেলা

ওইদিন বিকেল ৪টা থেকে রাত ১০টা পর্যন্ত ইলিশ মেলাকে কেন্দ্র করে চাঁদপুরের ইতিহাস ও দর্শনীয় স্থান নিয়ে ১২০ পৃষ্ঠার চার রঙা একটি প্রকাশনার মোড়ক উন্মোচন ও চাঁদপুরের কৃতী শিল্পীদের নিয়ে আকশর্নীয় সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়।

চাঁদপুর চেম্বারের সভাপতি সুভাষ চন্দ্র রায় বলেন, এই ইলিশ মেলায় চাঁদপুরের পদ্মা, মেঘনার তাজা রূপালী ইলিশের ৪০ রকমের রান্না আমন্ত্রিত অতিথিরা স্বাদ নিতে পারবেন।

চাঁদপুর মাছঘাটের একটি আড়তে স্তুপকৃত বরফ দেয়া ইলিশ। ছবি- চাঁদপুর টাইমস

অনুষ্ঠানে মন্ত্রী, সাংসদ, সচিব, বিভিন্ন মিডিয়ার সম্পাদকসহ নানা শ্রেণি-পেশার ১ হাজার লোককে আমন্ত্রণ করা হয়েছে।

চাঁদপুরের জেলা প্রশাসক মো.আব্দুস সবুর মন্ডল বলেন, ইলিশের বাড়ি চাঁদপুরকে ব্র্যান্ডিং করতে এই মেলার আয়োজন করা হয়।

করেসপন্ডেন্ট
।। আপডটে, বাংলাদশে সময় ০৮ : ০৫ পিএম, ২৫ জানুয়ারি ২০১৭ বুধবার
এইউ

Share