বগুড়ায় করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে সরকারি নির্দেশনা অমান্য করে অযথা আড্ডাবাজি, ঘোরাফেরা করার কারণে ৩১ যুবককে ৩০ মিনিট রোদে বসিয়ে রেখে শাস্তি দিয়েছে পুলিশ।
রোববার দুপুর ১টার দিকে নিরাপদ শারীরিক দূরত্ব বজায় না রেখে শহরে ঘোরাফেরা করার শাস্তি হিসেবে তাদের শহরের জিরো পয়েন্ট সাতমাথায় বীরশ্রেষ্ঠ স্কয়ারের নিচে ৩০ মিনিট রোদে বসিয়ে রাখা হয়।php glass
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম বদিউজ্জামান বাংলানিউজকে জানান, করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে লোকজন যেন বাসা থেকে অযথা বের না হয় সেজন্য সরকারি নির্দেশনা রয়েছে। এটা বাস্তবায়নে আমাদের পুলিশ প্রশাসন প্রতিদিন সচেতনতামূলক কাজ করে যাচ্ছে। তারপরও রোববার (১৯ এপ্রিল) দুপুরে যারা কোনো কাজ ছাড়াই শহরে ঘোরাফেরা করছে তাদের এই শাস্তি দেওয়া হয়েছে।
বার্তা কক্ষ,২০ এপ্রিল ২০২০
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur