কচুয়া উপজেলার বড়-হায়াতপুর গ্রামে শনিবার ১ অক্টোবর কালে ভয়াবহ এক অগ্নিকান্ডে ৫টি বসতঘর পুড়ে ১০ লক্ষাধিক টাকার ক্ষতিসাধন হয়েছে। ধারনা করা হচ্ছে,বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে এ আগুনের সূত্রপাত হতে পারে বলে কচুয়া ফায়ার সার্ভিস কর্মকর্তারা জানান।
অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থরা হলেন ওই গ্রামের হানিফ মিয়া,মনির হোসেন,আলমগীর হোসেন ও জাহাঙ্গীর আলম। তবে ক্ষতিগ্রস্থরা একটি মামলা সংক্রান্ত বিষয়ের কারনে দীর্ঘদিন এলাকা ছাড়া বলে জানা গেছে।
স্থানীয় ইউপি সদস্য মানিক মিয়া জানান, শনিবার বড়-হায়াতপুর গ্রামের নতুন বাড়িতে বসতবাড়িতে আগুনের লেলিহান চারদিকে ছড়িয়ে পড়লে এলাকাবাসী ও ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় ঘন্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রন আনে ততক্ষনে ব্যাপক ক্ষতিসাধন হয়। এতে করে ক্ষতিগ্রস্থ পরিবার সর্বস্ব হারিয়ে খোলা আকাশের নিচে অবস্থান করছেন।
জিসান আহমেদ নান্নু, ২ অক্টৈাবর ২০-২১
এজি