Home / উপজেলা সংবাদ / হাজীগঞ্জ / হাজীগঞ্জে ৬ বসতঘর আগুনে পুড়ে চাই
হাজীগঞ্জে ৬ বসতঘর আগুনে পুড়ে চাই

হাজীগঞ্জে ৬ বসতঘর আগুনে পুড়ে চাই

চাঁদপুর হাজীগঞ্জ পৌরসভার মকিমাবাদ দাস বাড়িতে মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি)সকালে অগ্নিকান্ডের ঘটনায় ছয় বসতঘর পুড়ে চাই হয়ে গেছে।

ঘটনাস্থলে গিয়ে জানা যায়, দাস বাড়ির গোপাল দাসের ঘরের বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হয়েছে ।

অগ্নিকান্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের দমকল বাহিনী দীর্ঘ সময় অতিবাহিত হয়ার পর আগুন নিয়ন্ত্রণে আনেন। প্রাথমিক অবস্থায় অগ্নিকান্ডে ক্ষয়-ক্ষতির পরিমাণ ৩০ লাখ টাকা বলে ধারণা করেছেন ফায়ার সার্ভিস।

পুড়ে যাওয়া ঘর গুলোহলো- মকিমাবাদ দাস বাড়ির গোপাল দাস, সুজন সরকার, নিমাই চন্দ্র সরকার, অনিল চন্দ্র সরকার, উত্তম দাস ও জয়দেব দাসের বসতঘর।

এদের মধ্যে উত্তম ও জয়দেব দাসের বসতঘরের আংশিক ক্ষয়-ক্ষতি হলেও অন্যান্যদের বসতঘর পুরোপুরি পুড়ে ছাই হয়ে যায়।

ক্ষতিগ্রস্ত পরিবারের গোপাল দাস চাঁদপুর টাইমসকে জানান, অগ্নিকান্ডের ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের গাড়ি প্রবেশ করতে না পারায় বেশি ক্ষয়-ক্ষতি হয়েছে। পরিকল্পিতভাবে যাতায়াত ব্যবস্থা না থাকায় দাস বাড়ি ফায়ার সার্ভিস প্রবশে করতে বিলম্ব হয়েছে বলে স্বীকার করেছেন ওয়ার্ড কাউন্সিলর রিটন চন্দ্র সাহা।

পৌর মেয়র আ.স.ম মাহবুব-উল আলম লিপন অগ্নিকান্ডের ঘটনাস্থল পরিদর্শন করেন । এ সময় তিনি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে প্রাথমিকভাবে এক বান্ডেল করে টিন ও ১০ কেজি করে চাউল দেয়ার ব্যবস্থা করেছেন।

প্রতিবেদ-জহিরুল ইসলাম জয়
।। আপডটে, বাংলাদশে সময় ০৬ : ৩৬ পিএম, ০৭ ফেব্রুয়ারি ২০১৭ মঙ্গলবার
এজি/এইউ

Leave a Reply