‘এ পর্যন্ত আমার বসতঘরে প্রায় ১৭ বার আগুন দেয়া হয়েছে। গত কয়েক দিন যাবৎ আমার বাড়ির পাকের ঘর, খড়ের গোলা এমন কি বিভিন্ন স্থানে আগুন লাগিয়ে আতঙ্কিত করে তোলে। সর্বশেষ গত শুক্রবার বিকেলে আমার বসতঘরে আগুন লাগিয়ে সব শেষ করে দেয়।’
হাজীগঞ্জের ৪নং কালচোঁ ইউনিয়নের ওড়পুর গ্রামের বিলাত আলী দরবেশের বাড়িতে ক্ষতিগ্রস্ত পরিবারের হাসিনা বেগম কান্না জড়িত কন্ঠে এসব কথা বলেন। ওই বাড়িতে হাসিনা বেগম তার পরিবার-পরিজন নিয়ে বসবাস করতেন। তবে অগ্নিকাণ্ডের সময় ওই বসতঘরে ছিলেন না।
১৭ জানুয়ারি শুক্রবার বিকেলে পূর্ব শত্রুতার আগুনে পুড়েছে তার বসতঘরসহ সর্বস্ব। এতে করে পরিবারটির প্রায় কয়েক লাখ টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
আরো পড়ুন- হাজীগঞ্জে ওড়নাতে আগুন ধরে ঝলসে গেল গৃহবধূ
ঘটনার বিবরণে হাসিনা বেগম জানায়, সন্ধ্যার দিকে রাস্তা দিয়ে স্থানীয় লোকজন আশা-যাওয়ার সময় আগুনের লেলিহাম দেখে ডাক চিৎকারে স্থানীয় লোকজন ছুটে এসে আগুন নিয়ন্ত্রণ করতে। কিন্তু ফায়ার সার্ভিস আসার পূর্বেই তার বসতঘর পুড়ে সর্বস্ব শেষ হয়ে যায়।
এদিকে গেলো বছরের ১১ ডিসেম্বর আগুনের ঘটনাকে কেন্দ্র করে হাজীগঞ্জ থানায় একটি সাধারণ ডায়রি করা হয়। তার পর থেকে আমার চার পাশে বিভিন্ন জায়গায় তারা আগুন লাগানো হচ্ছে বারি দাবি হাসিনার। এ নিয়ে তার বসতবাড়িতে অন্তত ১৭ বার আগুন দেয়া হয়েছে।
হাসিনা বেগম ও তার পরিবারের লোকজন ধারণা করছেন, ভূমি সংক্রান্ত বিরোধের কারণেই পাশ্ববর্তী রুহুল আমিন এর ছেলে ইলিয়াস ও টিটন তাদের বসতঘরে আগুন লাগিয়ে দিয়েছে। এর আগেও তারা বহুবার হুমকি ধমকি দিয়েছে।
হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আলমগীর হোসেন রনি বলেন,থানার উপ-পরিদর্শক (এসআই) মোশারফ হোসেন ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত এবং স্থানীয়দের সাথে কথা বলেছেন। ক্ষতিগ্রস্ত পরিবারের অভিযোগের ভিত্তিতে রুহুল আমিন এর ছেলে ইলিয়াসকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসা হয়েছে।
এ ছাড়াও কোন তথ্য পেলে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
প্রতিবেদক : জহিরুল ইসলাম জয়, ১৮ জানুয়ারি ২০২০