২০২০ সালে থমকে গিয়েছিল পুরো বিনোদন বিশ্ব। হলিউড বলিউডসহ সব ইন্ডাস্ট্রিই ক্ষতির সম্মুখীন হয়েছে। ভারতীয় সংবাদ মাধ্যম সংবাদ প্রতিদিন জানালো বলিউডে এ বছরের ক্ষতির পরিমাণ। গণমাধ্যমটি জানায়, বলিউডের বছরের শুরুটা ভালই হয়েছিল ‘তানহাজি: দ্য আনসাং ওয়ারিয়র’ ছবির হাত ধরে।
প্রায় ১২৫ কোটি টাকা বাজেটে তৈরি অজয় দেবগনের শততম ছবি ৩৬৭ কোটি টাকা আয় করেছিল। কিন্তু তারপর থেকেই বলিউড ছবির সাফল্যের গ্রাফ ক্রমাগত নিম্নমুখী হতে থাকে, ব্যবসার হালও বেহাল। মার্চ মাস থেকে করোনা ভাইরাসের প্রকোপ শুরু হয়েছিল। কিন্তু তার আগে বক্স অফিসে ১০০ কোটির লক্ষ্যমাত্রা ছাড়াতে পেরেছে শুধুমাত্র টাইগার শ্রফ অভিনীত ‘বাঘি ৩’। তাও মার্চ মাসের প্রথম সপ্তাহে মুক্তি পেয়েছিল সিনেমাটি।
২০২০ সাল এমনিতেই বি-টাউনের কাছে অভিশপ্ত বছর। ক্ষতির পরিমাণ আকাশছোঁয়া। সূত্রের খবর মানলে, এ বছর ৩৫০০ কোটি টাকার বেশি ক্ষতি হয়েছে বলিউডের।
১৮ মার্চ থেকে বন্ধ ছিল শুটিং। বহুদিন শুটিং ফ্লোরের মুখ দেখেননি তারকারা। নিউ নর্মালে শুটিং শুরু হলেও রয়েছে হাজারও বাধা নিষেধ। সুরক্ষা খাতে বাড়তি খরচ এখন আলাদা করে বাজেটে ধরতে হয়। দীর্ঘদিন বন্ধ ছিল সিনেমা হলগুলি। পরিবর্তিত পরিস্থিতিতে ওটিটি রিলিজের পথে হেঁটেছে ‘গুলাবো সিতাবো’, ‘শকুন্তলা দেবী’, ‘লক্ষ্মী’, ‘দুর্গামতী’, ‘কুলি নম্বর ১’, ‘লুডো’র মতো সিনেমা। মুক্তি পিছিয়েছে ‘সূর্য বংশী’, ‘৮৩’, ‘ব্রহ্মাস্ত্র’, ‘লাল সিং চড্ডা’, ‘ময়দান’, ‘শামশেরা’, ‘পৃথ্বীরাজ’ ছবির। চলতি বছরের ঈদের ছুটিতে সালমানের কোনও সিনেমাও মুক্তি পায়নি। ‘ইন্দু কি জওয়ানি’, ‘শাকিলা’ পরিবর্তিত পরিস্থিতিতে সিনেমা হলে মুক্তি পেয়েছে ঠিকই, কিন্তু করোনা পরিস্থিতিতে প্রেক্ষাগৃহে যাচ্ছেন ক’জন?
আরও পড়ুন- করোনায় ফুটবলের ক্ষতি ১৪০০ কোটি ডলার!
শোনা গিয়েছে, গত বছরও ছবির আয়ের ভিত্তিতে প্রায় ৪৪০০ কোটি আয় হয়েছিল বলিউডের। কিন্তু এ বছর ক্ষতির পরিমাণই তার কাছাকাছি। এমনিতেই চলতি বছরে ঋষি কাপুর, ইরফান খান, সৌমিত্র চট্টোপাধ্যায়ের মতো কিংবদন্তিদের হারিয়েছে বিনোদন জগৎ। সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর ঘটনা গোটা বলিউডের ভিত নাড়িয়ে দিয়েছে। সেই রেশ এখনও চলছে। এমন পরিস্থিতিতে বছর শেষে চিন্তা বাড়াচ্ছে ক্ষতির এই বিপুল অঙ্ক। চলতি বছর টলিউডের ক্ষতির পরিমাণ বেশ ভালই। অবশ্য সে অঙ্ক জানা যায়নি। তবে কিছুদিন আগেই অভিনেত্রী মিমি চক্রবর্তী জানিয়েছিলেন, দর্শকরা যদি সিনেমা হলেই না আসেন, তাহলে নতুন প্রজেক্টে সই করে লাভ নেই।
পরের বছর অবশ্য একগুচ্ছ বিগ বাজেট ছবি রয়েছে। আমির খানের ‘লাল সিং চড্ডা’, সালমান খানের ‘রাধে’, অক্ষয় কুমারের ‘সূর্যবংশী’, ‘পৃথ্বীরাজ’, রণবীর কাপুরের ‘ব্রহ্মাস্ত্র’। টলিউডের ভান্ডারেও রয়েছে ‘কাকাবাবুর প্রত্যাবর্তন’, ‘হামি ২’, ‘অভিযাত্রিক’, সৌমিত্র চট্টোপাধ্যায়ের জীবন নির্ভর সিনেমা।
বিনোদন প্রতিবেদক, ২৮ ডিসেম্বর ২০২০
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur