খেলাধুলা

বর্ষসেরা ওয়ানডে ব্যাটসম্যান লিটন

বর্ষসেরা ওয়ানডে ব্যাটসম্যানের শিরোপা জয় করলেন বাংলাদেশের লিটন দাস। করোনা (কোভিড-১৯) মহামারীতে চলতি বছর মাত্র ৪৪টি আন্তর্জাতিক ওয়ানডে ম্যাচ হয়েছে। এর মধ্যে বাংলাদেশ খেলেছে মাত্র তিনটি। আর তিন ম্যাচ খেলেই বিশ্বের সব ব্যাটসম্যানকে পেছনে ফেলেছেন লিটন।

এ বছর লিটন দাস এক ইনিংসে করেছেন ১৭৬ রান। যা বর্ষসেরার তালিকায় সবার উপরে নিয়ে গেছে তাকে।আর দ্বিতীয় অবস্থানে রয়েছেন বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক তামিম ইকবাল। এক ইনিংসে তার সংগ্রহ ১৫৮ রান।

এদিকে আয়ারল্যান্ডের স্টারলিং ইংল্যান্ডের বিপক্ষে একটি ম্যাচে ১৪২ রান করে তৃতীয় স্থানে রয়েছেন। আর ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজের একটি ম্যাচে ১৩১ রানের ইনিংস খেলে চতুর্থ স্থানে এসেছেন অসি তারকা স্টিভ স্মিথ।

ওমানের বিপক্ষে অপরাজিত ১২৯ রান খেলে তালিকার পঞ্চম হয়েছেন নামিবিয়ার ক্রেইগ উইলিয়ামস। একই সমান রান করে উইলিয়ামসের কাতারে দাঁড়িয়েছেন দক্ষিণ আফ্রিকার জানেমান মালান।

খেলাধুলা ডেস্ক,২৬ ডিসেম্বর ২০২০

Share