বর্তমান সরকার নারীবান্ধব : অ্যাড.তারানা হালিম

তথ্য প্রতিমন্ত্রী অ্যাডভোকেট তারানা হালিম বলেছেন,‘বর্তমান সরকার নারীবান্ধব সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজে একজন নারী তাই তিনি নারীদের কষ্ট বোঝেন। এজন্য তিনি বাংলাদেশের উন্নয়নে পুরুষদের পাশাপাশি নারীদের সমান অংশগ্রহণ নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। বর্তমান সরকারের ১০টি বিশেষ উদ্যোগের বেশির ভাগই নারী কেন্দ্রিক।’

শনিবার (২৫ আগস্ট) সকালে গ্রামীণ জনগোষ্ঠীর উন্নয়নে প্রচার কার্যক্রম শক্তিশালীকরন প্রকল্পের আওতায় টাংগাইলের নাগরপুর সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত মহিলা সমাবেশে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘শেখ হাসিনা বিশ্বাস করেন বাংলার মানুষের ভাগ্য উন্নয়ন করতে হলে নারী পুরুষের সমান সহযোগিতা থাকতে হবে। বাংলাদেশে আর যেন কোনো মানুষ গৃহহীন না থাকে সেই লক্ষে কাজ করে যাচ্ছেন প্রধানমন্ত্রী।’

তথ্য প্রতিমন্ত্রী বলেন, ‘দেশ আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। তাই দেশের বিরুদ্ধে যেকোনো ষড়যন্ত্র আমাদের ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে। আগামীতে দেশকে উন্নয়নের স্বর্ণশিখরে পৌঁছাতে হলে শেখ হাসিনার বিকল্প নাই। তাই আগামী নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগকে পুনরায় ক্ষমতায় আনতে হবে।’

জেলা তথ্য অফিসের আয়োজনে টাংগাইলের জেলা প্রশাসক নূরুল আমীনের সভাপতিত্বে ও জেলা তথ্য কর্মকর্তা কাজী গোলাম আহাদের সঞ্চালনায় সমাবেশে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা শাহীন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রিয়াজ উদ্দিন তালুকদার,উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাকিরুল ইসলাম উইলিয়াম,থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাইন উদ্দিন,জেলা পরিষদের সদস্য শেখ কামাল হোসেন প্রমুখ।

বার্তা কক্ষ
আপডেট, বাংলাদেশ সময় ৭:৫০ পিএম,২৫ আগস্ট ২০১৮,শনিবার
এজি

Share