চাঁদপুেেরর মতলব উত্তরে পরিচালন ও উন্নয়ন প্রকল্প, স্থানীয় সরকার বিভাগ, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সহযোগিতায় জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেটিভ (জাইকা) সার্বিক সহযোগিতায় ও উপজেলা কৃষি অফিসের আয়োজনে পরিবেশ বান্ধব কৃষি প্রযুক্তি বিষয়ে দু’দিনব্যাপি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
এ প্রশিক্ষণ কর্মশালা রোববার (২৯ জুলাই) শুরু হয়ে বুধবার (১ আগস্ট) বিকেলে ৪ টার সময় এ প্রশিক্ষণ কর্মশালা সমাপনি অনুষ্ঠিত হয়। কর্মশালার সমাপনি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মতলব উত্তর উপজেলা পরিষদ চেয়ারম্যান মনজুর আহমদ।
উপজেলা কৃষি কর্মকর্তা মো. সালাউদ্দিনের সভাপতিত্বে ও উপ-সহকারি কৃষি কর্মকর্তা মো.সালাউদ্দিন মিয়ার সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাইকার উপজেলা ফ্যাসিলেলিটেটর দীপন চাকমা। এ সময় উপজেলা উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা এসএম সৈয়দ হোসেন,সহকারী কৃষি কর্মকর্তা’সহ কৃষি অফিসের সকল কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রশিক্ষণ কর্মশালায় প্রশিক্ষণ প্রদান করেন- উপজেলা উপ-সহকারি কৃষি অফিসার কৃষিবিদ মো. সালাউদ্দিন, আবদুর রউফ। মপ উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে কৃষি কাজের সাথে সরাসরি যুক্ত দু’টি ব্যাচে ৪০ জন করে মোট ৮০ জন কৃষক এ প্রশিক্ষনে অংশগ্রহণ করেন।
উপজেলা কৃষি অফিসার মো. সালাউদ্দিন প্রশিক্ষক হিসেবে কৃষি সম্প্রসারণ, কৃষি প্রযুক্তি ব্যবহার, বীজ সংরক্ষণ, ধানের রোগের লক্ষণ, প্রতিকার, পোকার আক্রমণ থেকে বাঁচার উপায়, কীটনাশক ব্যবহার’সহ সকল বিষয়ে আলোচনা করেন ও উপস্থিত সকলকে ধন্যবাদ জানান।
প্রধান অতিথির উপজেলা পরিষদ চেয়ারম্যান মনজুর আহমদ বলেন, ‘ মানসম্মত ফসল ও শাক শব্জি উৎপাদন করতে হলে প্রশিক্ষণের বিকল্প নেই। তাই প্রত্যেক কৃষককেই প্রশিক্ষণের আওতায় আনতে হবে। দেশের ৪ শ ৯০টি উপজেলার মধ্যে জাইকা প্রাথমিকভাবে ১শ’ টি উপজেলা বাছাই করেছে। এরমধ্যে মতলব উত্তর একটি। এ উপজেলায় জাইকার মাধ্যমে এসব প্রশিক্ষণ করানো হচ্ছে। যাতে উন্নয়ন অবকাঠামো আরো দ্রুতগতির ও সহজ হয়।’
তিনি আরো বলেন, ‘ সকলকেই নিজেদের স্বাস্থ্যের প্রতি নিজেরাই সচেতন হতে হবে। বিভিন্ন উন্নত প্রযুক্তি ব্যবহার করে বিষমুক্ত শব্জি উৎপাদন করতে হবে। তিনি বর্তমান আওয়ামী লীগ সরকারের উন্নয়ন ও কৃষি বিষয়ক উন্নয়ন কর্মকান্ড তুলে ধরেন। বর্তমান সরকার কৃষিক্ষেত্রে বহু উৎপাদন নিয়ে অজস্্র সাফল্য পেয়েছে। এর ফলশ্রুতিতে বাংলাদেশ আজ বিদেশে আম রপ্তানি করছে। ভবিষ্যতে বিষমুক্ত শাকাসবজিও বিদেশে রপ্তানি করবে। বর্তমান সরকার উন্নয়ন ও কৃষকবান্ধব সরকার। যখনই আ’লীগ ক্ষমতায় এসেছে কৃষি খাতে সাফল্য এসেছে। কৃষকদেও কল্যানে নানামুখী উদ্যোগ গ্রহণ করেছে। যার মধ্যে রয়েছে বিনামূল্যে সার,বীজ এবং ভর্তকি।’
কৃষিবিদ মো.সালাউদ্দিন বলেন,‘ বাংলাদেশ কৃষি প্রধান দেশ। কৃষির উৎকর্ষতা আজ তাই সময়ের দাবি। নিত্যনতুন লাগসই প্রযুক্তি ও কৃষি উপকরণসমূহের যথাযথ ব্যবহারই এনে দিতে পারে কৃষি ও কৃষকের কল্যাণ। কৃষি উপকরণের যথাযথ ব্যবহারের অভাবে ফসলের রোগ-বালাই ও পোকা-মাকড়ের আক্রমণ এবং পরিবেশগত বিপর্যয় দিন দিন বৃদ্ধি পাচ্ছে।
বাংলাদেশের সর্বত্রই কমবেশি সবজি উৎপাদন হয়। পরিবেশ বান্ধব কৃষি প্রযুক্তি হিসেবে বিষমুক্ত সবজি উৎপাদনে ফেরোমোন ফাঁদ নামে একটি প্রযুক্তি উদ্ভাবিত হয়েছে। কৃষক পর্যায়ে এ ফাঁদ যাদুর বাক্স হিসেবে পরিচিত।’
তিনি আরো বলেন, ‘ কৃষি ক্ষেত্রে অর্গানিক পদ্ধতিতে পরিবেশ বান্ধব জৈব কৃষি প্রযুক্তি ব্যবহার করে নিরাপদ শাকসবজি ও ফলমূল উৎপাদন করতে হবে। ৫০-৬০ বছর আগে কৃষিতে কোনো রাসায়নিক সার বা কীটনাশক ব্যবহার করা হতো না। কিন্তু এখন রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহার করে ফসলের উৎপাদন বৃদ্ধি হলেও আমরা নিরাপদ ফলমূল ও শাকসবজি খেতে পারছি না।’
কৃষিবিদ মো.সালাউদ্দিন আরো বলেন,‘ মাত্রাতিরিক্ত রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহারের ফলে শাকসবজি, ফলমূল খেয়ে মানুষ ক্যান্সারে আক্রান্ত হচ্ছে। এর হাত থেকে পরিত্রাণ পেতে অর্গানিক পদ্ধতিতে গ্রীণ ভেজিটেবল উৎপাদন করতে হবে। ’
প্রতিবেদক : খান মো.কামাল
আপডেট,বাংলাদেশ সময় ৮:২৫ পিএম, ১ আগস্ট ২০১৮, বুধবার
এজি