জাতীয় শ্রমিকলীগের ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চাঁদপুরে আলোচনা সভা ও কেককাটা অনুষ্ঠিত হয়েছে। ১২ অক্টোবর বৃহস্পতিবার বিকেলে চাঁদপুর জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে চাঁদপুর জেলা জাতীয় শ্রমিকলীগের উদ্যোগে এ আয়োজন করা হয়।
আলোচনা সভায় ভাচুয়ালি প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী।
তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় শ্রমিক লীগ প্রতিষ্ঠা করেছিলেন। বর্তমান গণতান্ত্রিক সরকার শ্রমিক বন্ধব সরকার। শ্রমিকদের সকল দাবী দাওয়ার বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সর্বদা খেয়াল রেখেছেন।
তিনি আরো বলেন, বঙ্গবন্ধুর কন্যা শ্রমিকদের বেতন ভাতা বৃদ্ধির কাজ করেছেন। দেশের জনগণের মুখে হাসি ফোটানে জন্য নিজের জীবন উদসর্গ করেছেন। শেখ হাসিনা মানবতার মা, ওনার কারনে আজ দেশের মানুষ ভালো ভাবে বসবাস করছে। শ্রমজীবী মানুষদের একত্রিত করে সকল অপশক্তিকে প্রতিহত করতে হবে।
তিনি বলেন, পদ্মা সেতুর উপর দিয়ে রেল সেতু চালু হয়েছে। রেলসহ প্রতিটি সেক্টরে শেখ হাসিনা উন্নয়নের ধারা অব্যাহত রয়েছে। বাংলাদেশের যে অবকাঠামোগত উন্নয়ন হয়েছে তা ঘন্টার পর ঘন্টা বলে শেখ করা যাবে না। সকল গণতান্ত্রিক শক্তি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ গ্রহণ করবে বলে আমি বিশ্বস করি।
আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা আওয়ামী রীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ। প্রধান বক্তার বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিেদ্ধো আবু নঈম পাটওয়ারী দুলাল।
জাতীয় শ্রমিক লীগ চাঁদপুর জেলা শাখার সভাপতি সোঃ মাহবুবুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ ওহিদুল ইসলাম ওহিদুর রহমানের পরিচালনায় আরও বক্তব্য রাখেন, চাঁদপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট জহিরুল ইসলাম, শ্রম বিষয়ক সম্পাদক নুরুল ইসলাম মিয়াজী, সদস্য অ্যাডভোকেট বদিউজ্জামান কিরন, জেলা যুবলীগের আহবায়ক মিজানুর রহমান কালু ভূঁইয়া, জেলা মৎন্যজীবী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক দেওয়ান, জাতীয় শ্রমিক লীগ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক সিরাজ গাজী, সহ সংগঠনিক সম্পাদক দলিলুর রহমান ভূঁইয়া, বিদ্যৎ শ্রমিকলীগ সিবিএ শ্রমিক লীগের সভাপতি ইসমাইল হোসেন, পানি উন্নয়ন বোর্ড সিবিএ শ্রমিক লীগের সভাপতি সেলিম আহমেদ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক শেখ শরীফ, পানি উন্নয়ন বোর্ড শ্রমিকলীগ নেতা আলমগীর, বিদ্যৎ শ্রমিকলীগ নেতা শরীফুল আলম।
প্রতিবেদক: আশিক বিন রহিম, ১২ অক্টোবর ২০২৩