Home / জাতীয় / বর্তমানে দেশে কোনো খাদ্যে ঘাটতি নেই : কৃষিমন্ত্রী
-Abdur-Razzqaue-
ফাইল ছবি

বর্তমানে দেশে কোনো খাদ্যে ঘাটতি নেই : কৃষিমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা কৃষির ওপর সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন। কারণ দেশে একসময় খাদ্য ঘাটতির দেশ ছিল,দুর্ভিক্ষের দেশ ছিল, তবে বর্তমানে বাংলাদেশে খাদ্যের কোনো ঘাটতি নেই বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী ড.মো.আব্দুর রাজ্জাক।

বুধবার ২৯ এপ্রিল সকালে সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার সাংহাই হাওরে কৃষকদের ধান কাটার দু টি মেশিনের চাবি হস্তান্তর ও কৃষদের মাঝে প্রধানমন্ত্রীর দেয়া উপহার সামগ্রী বিতরণ শেষে তিনি এ কথা বলেন।

ড. মো. আব্দুর রাজ্জাক বলেন, ‘করোনাভাইরাসের কারণে সারা পৃথিবীর মানুষ আজকে আতঙ্কগ্রস্ত। পুরো বিশ্ব অর্থনীতির ক্ষেত্রে একটা চরম স্থবিরতা নেমে এসেছে। এ অর্থনীতির মাঝে বিশেষ করে কৃষি উৎপাদন কমে যাবে। ফলে খাদ্য সংকট হতে পারে। তাই আমাদের হাওরের এলাকায় এ সময়ে ধান কাটা খুবই গুরুত্বপূর্ণ।’

তিনি আরও বলেছন, ‘মহাসংকটের সময়ে সারা বাংলাদেশের মানুষ তাকিয়ে আছে কৃষির দিকে। খাদ্য যদি না থাকে তাহলে আমরা কেউ বাঁচব না। এ জন্য সবাই আমাকে বলে-আমি কৃষিমন্ত্রী, আমার দিকে সবাই তাকিয়ে আছে। তোমাকে কিন্তু অনেক জবাব দিতে হবে।’

মন্ত্রী বলেন, ‘গত বছর বোরো ধান করে চাষিরা দাম পাইনি। এজন্য এ বছর ন্যায্য মূল্য দিয়ে ২৭ তারিখ থেকে চাষীদের কাছ থেকে ধান কেনা শুরু হয়েছে। এ ধান কেনা-বেচা নিয়ে কোনো অনিয়ম হবেনা। কোনো মধ্যস্বত্ত্বভোগী আসবে না। আসার কোসনা সুযোগ নেই। আমরা কৃষি মন্ত্রণালয় থেকে ক্ষুদ্র এবং প্রান্তিক চাষিদেরকে নিয়ে একটি তালিকা তৈরি করে দিয়েছি। সে তালিকার ওপর লটারি হবে। লটারিতে কেউ প্রভাব বিস্তার করতে পারবে না।’

ঢাকা ব্যুরো চীফ , ৩০ এপ্রিল ২০২০