নাসির উদ্দিন যুক্তরাজ্য প্রবাসী। বাড়ি সিলেটের গোলাপগঞ্জে। বয়স ৭০। কিংবা তারো বেশি। আর শিরিন বেগমের বয়স মাত্র ১৮। বাড়ি মৌলভীবাজারের রাজনগরে। এই দুই অসম বয়সী নরনারী বিয়ে হয়ে গেলো বুধবার।
বুধবার রাজনগের একটি কমিউনিটি সেন্টারে এ বিয়ে সম্পন্ন হয়। বরের এটি দ্বিতীয় বিয়ে আর কনের প্রথম।
স্থানীয় সূত্রে জানা গেছে, যুক্তরাজ্য প্রবাসী নাসির উদ্দিন (৭০)সম্প্রতি সিলেটে আসেন। যুক্তরাজ্যে তার স্ত্রী, এক মেয়ে (২১) ও এক ছেলে (১৯) আছে। সম্প্রতি নিজের মেয়েকেও বিয়ে দিয়েছেন তিনি।
গোলাপগঞ্জ উপজেলার বাসিন্দা নাসির উদ্দিন সম্প্রতি দেশে আরেকটি বিয়ের জন্য পাত্রীর দেখা শুরু করেন। মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলায় একটি মেয়েকে তার পছন্দ হয়। অভিভাবকদের সঙ্গে কথাবার্তাতেও বনিবনা হয়।
অবশেষে বুধবার রাজনগর উপজেলার বাসিন্দা আলদা মিয়ার মেয়ে শিরীন বেগম (১৮)-এর সাথে বিয়ে সম্পন্ন হয় নাসির উদ্দিনের। বিয়ে অনুষ্ঠানটি সম্পন্ন হয় রাজনগর উপজেলার করিবুন নেছা কমিউনিটি সেন্টারে।
বিয়ের মোহরানা হিসেবে নাসির নগদ ৫ লাখ টাকা ও দেড় ভরি স্বর্ণ দিয়েছেন বলে জানা গেছে। তবে এটাও শুধু কাগজে কলমে।
নাসির উদ্দিন নববধূকে নিয়ে সিলেটের বিমানবন্দর থানাধীন ছালেহপুর গ্রামের নিজ বাড়িতে উঠেছেন।
খোঁজ নিয়ে জানা যায়, নাসির উদ্দিনের প্রথম স্ত্রীর নাম জাহানারা বেগম। সিলেটের গোলাপগঞ্জ উপজেলার আজমান আলীর মেয়ে বলে তিনি।
নিউজ ডেস্ক ||আপডেট: ১২:৩৫ এএম, ১৩ নভেম্বর ২০১৫, শুক্রবার
এমআরআর