বরুড়ায় সিরাতুন মুস্তাকিম ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষা সম্পন্ন

কুমিল্লার বরুড়া উপজেলার সিরাতুন মুস্তাকিম ফাউন্ডেশনের উদ্যোগে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। ড. মাহফুজা আলী কল্যাণ ট্রাস্টের সার্বিক সহযোগিতায় ছোট তুলাগাঁও সিদ্দিকুন্নেছা মহিলা দাখিল মাদ্রাসায় মঙ্গলবার সকাল ১০ টা থেকে ১১ টা পর্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এ পরীক্ষায় বরুড়া ও কচুয়া উপজেলার ৪র্থ, ৬ষ্ঠ থেকে ৯ম শ্রেনি পর্যন্ত বেশ কয়েকটি প্রতিষ্ঠানের প্রায় ৬শতাধিক শিক্ষার্থী অংশগ্রহন করে। পরীক্ষার হল পরিদর্শক হিসেবে দায়িত্ব পালন করেন, আয়োজক কমিটির পরিচালক মাও. মোশাররফ হোসেন। সার্বক্ষনিক তদারকি করেন, কেন্দ্র সচিব, সহকারী কেন্দ্র সচিবসহ পরিচালকবৃন্দ।

এসময় মিরসরাই দরবার শরীফের পীর হাফেজ মো. মেজবাউল ইসলাম লতিফী, ফাউন্ডেশনের পরিচালক আব্দুল কাদির, সমাজসেবক সিরাজুল হক, মহসীন রেজা ও ছোট তুলাগাঁও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মোস্তফাসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

উল্লেখ্য যে, বরুড়ায় সিরাতুন মুস্তাকিম ফাউন্ডেশনটি ১৯৯৯ সাল থেকে শুরু হয়ে বর্তমান সময় পর্যন্ত সুচারু ভাবে পরিচালিত হয়ে আসছে। প্রতি বছর এ ফাউন্ডেশনের মাধ্যমে মেধা বৃত্তির আয়োজর করে শিক্ষার্থীদের মাঝে সার্টিফিকেট বিতরনসহ ও নগদ অর্থ সহায়তা প্রদান করে আসছে।

প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ১৮ ডিসেম্বর ২০২৪

Share