Home / শিক্ষাঙ্গন / বরিশাল বিশ্ববিদ্যালয়ে সশরীরে পরীক্ষা গ্রহণ শুরু
পরীক্ষা

বরিশাল বিশ্ববিদ্যালয়ে সশরীরে পরীক্ষা গ্রহণ শুরু

বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) স্থগিত থাকা সেমিস্টার ফাইনাল পরীক্ষা সশরীরে গ্রহণ করা শুরু হয়েছে। বৃহস্পতিবার দুটি বিভাগের পরীক্ষা নেয় প্রতিষ্ঠানটি।

পরিস্থিতি স্বাভাবিক থাকলে করোনা পরিস্থিতিতে স্থগিত হওয়া সকল বিভাগের সেমিস্টার পরীক্ষাগুলো এভাবে নেওয়া হবে বলে নিশ্চিত করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

এর আগে গত ১৫ জুন থেকে অনলাইনে মিডটার্ম পরীক্ষা নেয়া শুরু করে প্রতিষ্ঠানটি।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. সুব্রত কুমার দাস জানান, দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের ২য় বর্ষের ২য় সেমিস্টার ও গণিত বিভাগের ১ম বর্ষের ২য় সেমিস্টার পরীক্ষা গ্রহণ শুরু করে তারা। পরীক্ষার হলে প্রতিটি শিক্ষার্থীর আসন নির্দিষ্ট দূরত্বে রাখাসহ স্বাস্থ্যবিধি পালনে যথাযথ উদ্যোগ নেয়া হয়েছে। এছাড়া একজন শিক্ষার্থী শারীরিকভাবে কিছুটা অসুস্থ হওয়ায় তাকে আইসোলেশন সেন্টারে (আলাদা) পরীক্ষা নেওয়া হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. মুহসিন উদ্দিন বলেন, করোনা পরিস্থিতিতে শিক্ষা-কার্যক্রম বন্ধ হওয়ার পরে যেসব বিভাগে সেমিস্টার পরীক্ষা স্থগিত হয়েছিল সেগুলো নেওয়া শুরু হয়েছে। সরকারিভাবে নতুন কোনো নির্দেশনা না আসা পর্যন্ত এভাবে পরীক্ষা গ্রহণ চলমান থাকবে। এছাড়া গত ১৫ জুন থেকে অনলাইন প্লাটফর্ম জুমে মিডটার্ম পরীক্ষা চলমান রয়েছে।

ঢাকা চীফ ব্যুরো, ২৪ জুন, ২০২১;