সারাদেশ

বরিশালে ছাদ থেকে লাফিয়ে পড়ে রূপার আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক, বরিশাল | আপডেট: ০৬:৩৩ পিএম, ১৪ আগস্ট ২০১৫, শুক্রবার

বরিশাল নগরীর রূপাতলীর শেরেবাংলা সড়কের খন্দকার প্লাজার ছাদ থেকে লাফ দিয়ে দুই সন্তানের জননী রূপা বেগম (৩৫) আত্মহত্যা করেছেন। শুক্রবার দুপুরে এ ঘটনা ঘটে। নিহত রূপার এক ছেলে ও মেয়ে রয়েছে। স্বামী পরিত্যক্তা হওয়ায় তিনি পিত্রালয়ে থাকতেন।

এলাকাবাসী জানান, খন্দকার প্লাজার দ্বিতীয় তলায় ভাড়া থাকেন ব্যবসায়ী জাহিদুল ইসলাম তুহিনের পরিবার। ওই ভবনের চতুর্থ তলার ছাদ থেকে তার বোন রূপা লাফিয়ে পড়ে গুরুতর আহত হয়। প্রতিবেশিরা তাকে উদ্ধার করে শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এদিকে, নিহত রূপার মা মমতাজ বেগম জানান, রূপা দীর্ঘদিন ধরে মানসিক রোগে ভুগছিল। প্রায় সময় তিনি হাত কেটে নিজেকে ক্ষত বিক্ষত করার চেষ্টা করতো। তাই তাকে দরজা বন্ধ করে ঘরে আটকে রাখা হতো। দুপুরে দরজা খোলা দেখে তিনি ছাদে উঠে আত্মহত্যা করে।

কোতোয়ালী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শখাওয়াত হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে কেউ অভিযোগ দিলে পুলিশ আইনগত ব্যবস্থা নেবে।

 

চাঁদপুর টাইমস : প্রতিনিধি/এমআরআর/২০১৫

Share