সামনে বন্য হাতির পাল দেখে সেলফি তুলতে গিয়েছিলেন হাসিব ও তার বন্ধুরা। একই ফ্রেমে নিজেদের বন্দি করতে প্রাণীগুলোর খুব কাছে গিয়ে পোজও নেন তারা। বিষয়টি নজর এড়ায়নি দাঁতালদের। হঠাৎ করেই ওই দলেরই এক হাতি তেড়ে আসে যুবকদের দিকে। নিমিষেই পায়ের নিচে পিষ্ট করে কেড়ে নেয় তরতাজা প্রাণ!
গত বৃহস্পতিবার (১৫নভেম্বর) ভারতের ঝাড়খণ্ড রাজ্যের হাজারিবাগে ঘটেছে ঘটনাটি। নিহত যুবকের নাম- হাসিব আনসারি (২২)।
বন দপ্তরের এক কর্মকর্তার বরাত দিয়ে হিন্দুস্তান টামসের প্রতিবেদনে বলা হয়েছে, হাসিব বন্ধুদের নিয়ে ২২টি হাতির পালের সামনে দাঁড়িয়ে সেলফি তুলতে গিয়েছিল। এ সময় এক বন্য হাতিকে গর্জন করে ধেয়ে আসতে দেখে অন্যরা সরে গেলেও হাসিব সরতে পারেনি। কয়েক মুহূর্তের মধ্যেই বিশালাকৃতির হাতি তাকে পায়ে পিষে আছড়ে মারে। আর এতে ঘটনাস্থলেই মারা যান হাসিব।
এরপর হাতির পাল পাশের দকাটান গ্রামের দিকে অগ্রসর হয়। সেখানে তারা গ্রামের ৪৫ বছর বয়সী লিচু সাওকে হত্যা করে। বন কর্মকর্তা জানান, সাও মাদকাসক্ত অবস্থায় হাতির পালকে লক্ষ্য করে পাঁথর ছুঁড়ে মারছিলেন।
বার্তাকক্ষ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur