জাতীয়

বন্যা প‌রি‌স্থি‌তির অবন‌তি : পা‌শে থাকতে ব্যাংকগু‌লো‌কে আহবান

দেশব্যা‌পি বন্যা প‌রি‌স্থি‌তির অবন‌তি হওয়ায় মান‌বেতর জীবনযাপন কর‌ছে লাখো মানুষ। নদী অঞ্চলের মানুষগুলো এখন পানিবন্দি। তাই তাদের পা‌শে দাঁড়া‌তে ব্যাংকগু‌লো‌কে আহবান জা‌নি‌য়ে‌ছেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ফজ‌লে ক‌বির।

সোমবার (১ আগস্ট) বাংলা‌দেশ ব্যাং‌কের জাহাঙ্গীর আলম কনফা‌রেন্স হলে ফিন্যান্সিয়াল স্ট্যাবিলিটি রিপোর্ট-২০১৫ প্রকাশকা‌লে গভর্নর এ সব কথা ব‌লেন।

একই স‌ঙ্গে বন্যাপরবর্তী পরিস্থিতিতে ক্ষ‌তিগ্রস্তদের পুনর্বাস‌নে প্রস্তুত থাক‌তে বলেছেন তিনি।

এ সময় ডেপু‌টি গভর্নর আবু হেনা মোহাম্মদ রা‌জি হাসান, এস কে সুর চৌধুরীসহ বি‌ভিন্ন ব্যাংকের প্রধান নির্বাহীরা উপ‌স্থিত ছি‌লেন।

গভর্নর ব‌লেন, ‘দে‌শের বি‌ভিন্ন জায়গায় বন্যা প‌রি‌স্থিতি মোকা‌বেলায় সরকার কাজ কর‌ছে। সরকা‌রের পাশাপা‌শি ব্যাংকগু‌লো‌কে সামা‌জিক দায়বদ্ধতা (সিএসআর) কার্যক্রমের অংশ হি‌সে‌বে এগিয়ে আসা প্রয়োজন। তাই দলগত সহায়তা ছাড়াও নিজ নিজ ব্যাং‌কের দা‌য়িত্বে বন্যার্তদের পা‌শে দাঁড়া‌তে আহবান জানা‌চ্ছি।’

বন্যার পরে মানু‌ষের জীবনযাত্রা থে‌কে শুরু ক‌রে কৃষি ব্যবস্থাপনার অনেক ক্ষয়ক্ষ‌তি হ‌তে পা‌রে। তাই ক্ষ‌তিগ্রস্তদের পুনর্বাসন ও কৃ‌ষি ব্যবস্থাপনা জোরদারে প্রস্তুতি নি‌তে দেশের ব্যাংকগুলোর প্রধান নির্বাহী‌দের আহ্বান জানান গভর্নর।

এ সময় এস কে সুর ব‌লেন, ‘স্ব স্ব ব্যাংক বন্যার্তদের সাহা‌য্যের জন্য এগিয়ে যাবার এক‌টি দিক নি‌র্দেশনা দেয়া হ‌বে। প্রয়োজনে কৃ‌ষি ঋণের আওতায় পুনর্বাস‌নের কাজ করার জন্য ব্যাংকগু‌লো‌কে নি‌র্দেশনা দেয়া হ‌বে।’

নিউজ ডেস্ক : আপডেট, বাংলাদেশ সময় ০২:০০ পিএম, ১আগস্ট ২০১৬, সোমবার
ডিএইচ

Share