Home / উপজেলা সংবাদ / কচুয়া / ‘বন্যা ও অন্যান্য দুর্যোগ পরিস্থিতি প্রধানমন্ত্রী নিবিড় ভাবে পর্যবেক্ষন করছেন’
বন্যা

‘বন্যা ও অন্যান্য দুর্যোগ পরিস্থিতি প্রধানমন্ত্রী নিবিড় ভাবে পর্যবেক্ষন করছেন’

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি বলেছেন,বর্তমান সরকার উন্নয়নের সরকার। বর্তমান আওয়ামী লীগের সরকার শিক্ষাখাত সহ বিভিন্ন একাডেমিক উন্নয়নে কাজ করে যাচ্ছে। বর্তমান সিলেটে বন্যা ও অন্যান্য দূর্যোগ মোকাবেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিবিড় ভাবে পর্যবেক্ষন করছেন। বন্যায় মানুষদের নিরাপদ স্থানে নিতে সরকার যথেষ্ট ভূমিকা কাজ করছে।

তিনি মঙ্গলবার চাঁদপুরের কচুয়ার তেগুরিয়া উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন।

বিদ্যালয়ের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান শাহজাহান শিশিরের সভাপতিত্বে ও সহকারী প্রধান শিক্ষক আলাউদ্দিন সোহাগের পরিচালনায় এসময় বক্তব্য দেন, ভাইস চেয়ারম্যান সুলতানা খানম,বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু তাহের পাটওয়ারী,সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান কামরুন্নাহার ভূঁইয়া,সালমা সহিদ,জেলা পরিষদের সাবেক সদস্য রওনক আরা রত্না,ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সরকার জহির রায়হান,উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক শাহজালাল প্রধান জালাল,স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক মোফাচ্ছেল খান,উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ইঞ্জি. ইব্রাহিম খলিল বাদল,ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কবির হোসেন মজুমদার,সাবেক সভাপতি হারুনুর রশিদ পাটওয়ারী,ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক ইসমাইল ভূঁইয়া,বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য জাহাঙ্গীর আলম জিল্লু,এলাকাবাসীর পক্ষে বক্তব্য দেন গিয়াস উদ্দিন প্রধান, ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম প্রমুখ। পরে প্রধান অতিথিকে ফুলেল সংবর্ধনা ও ক্রেষ্ট উপহার দেয়া হয়।

এসময় বিদ্যালয়ের শিক্ষক,অভিভাবক,শিক্ষার্থী ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ২১ জুন ২০২২