বন্যার পানিতে তলিয়ে গেছে কচুয়ায় প্রজেক্টের মাছ ও ধান

কচুয়ায় গত কয়েকদিনের টানা অতি বৃষ্টির কারনে ও বন্যার পানি চাপ দেয়ায় বিলে ও বিভিন্ন প্রজেক্টে পানি বৃদ্ধি পেয়েছে। উপজেলার খিড্ডা গ্রামের অধিবাসী বীর মুক্তিযোদ্ধার সন্তান মো. ফয়েজ উল্যাহর মালিকানাধীন কয়েকটি প্রজেক্টের মাছ বের হয়ে গেছে এবং বিলের ধান পানির নিচে তলিয়ে গেছে। এতে মানষিক ভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে প্রজেক্টের মালিক মো. ফয়েজ উল্যাহ ফয়েজ।

সরেজমিনে গেলে প্রজেক্টের মালিক ফয়েজ উল্যাহ ফয়েজ জানান, খিড্ডা বাজার সংলগ্ন নতুন বাড়ির পাশে সনমেয়াদে ১২টি পুকুরে মাছের প্রজেক্ট করেন তিনি। ওই প্রজেক্ট গুলোতে কার্প জাতীয় বিভিন্ন মাছ চাষ করি। এছাড়া ৬শ শতাংশ (৫ কানি) জমির ইরিধান পানির নিচে তলিয়ে ব্যাপক ক্ষতিসাধন হয়েছে। এসব ক্ষতি পুসিয়ে উঠতে হিমশিম খেতে হচ্ছে আমার পুরো পরিবারকে। তাই মাছের ক্ষতি বাবদ উপজেলা মৎস অফিস ও ধানের ক্ষতি বাবদ কৃষি অফিস থেকে কিছু সহায়তা পেতে জোড় দাবী জানিয়েছেন ক্ষতিগ্রস্থ পরিবারটি।

কচুয়া প্রতিনিধি, ৩০ আগস্ট ২০২৪

Share