সিলেট-সুনামগঞ্জসহ দেশের বিভিন্ন অঞ্চলের বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়াতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব সামাজিক-সাংস্কৃতিক সংগঠন আয়োজন করেছে বন্যার্তদের জন্য কনসার্ট। দেশের জনপ্রিয় সব ব্যান্ড দল ২৭ জুন এবং ২৮ জুন টিএসসির মাঠে এ কনসার্টে পারফর্ম করবে।
সর্বসাধারণের জন্য উন্মুক্ত এ কনসার্টের এন্ট্রি ফি নির্ধারণ করা হয়েছে ৩ শ টাকা।
সম্প্রতি সংবাদ সম্মেলনে জানানো হয়েছে, কনসার্টে ওয়ারফেইজ,আর্ক,অ্যাশেজ,ভাইকিং, সোনার বাংলা সার্কাস,সহজিয়াসহ আরও অনেক ব্যান্ড দল গান পরিবেশন করবে। দু দিনের কনসার্টের জন্য টিকেটের শুভেচ্ছা মূল্য মোট ৩ শ টাকা মাত্র।
চাইলে টিকেটের মূল্য থেকেও বেশি অর্থ প্রদান করার সুযোগ থাকছে, যার পুরোটাই বন্যার্তদের সহায়তায় ব্যবহার করা হবে।
সংবাদ সম্মেলনে আরো জানানো হয়, এ উদ্যোগের নাম দেয়া হয়েছে ‘বন্যার্তদের পাশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল সামাজিক-সাংস্কৃতিক সংগঠন’।
এ উদ্যোগের সুষ্ঠু সমন্বয়ের জন্য টিএসসির অভ্যন্তরীণ ক্রীড়া কক্ষে একটি নিয়ন্ত্রণ কক্ষ খোলা হয়েছে। সব সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের সমন্বয়ে অর্থ সংগ্রহ চলছে। এজন্য জন্য টিএসসির পায়রা চত্বরে স্থাপন করা হচ্ছে ‘উন্মুক্ত মঞ্চ’।
কনসার্ট আয়োজনের জন্য একটি কমিটিও গঠন করা হয়েছে। আয়োজক কমিটির আহ্বায়ক করা হয়েছে সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সিনেট সদস্য গোলাম কুদ্দুছকে।
বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক রোবায়েত ফেরদৌসকে করা হয়েছে সদস্যসচিব এবং ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড.মো. নিজামুল হক ভূঁইয়াকে করা হয়েছে উপদেষ্টা।
এছাড়া কমিটিতে সদস্য হিসেবে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয় নাট্য সংসদের সভাপতি দিগার মোহাম্মদ কৌশিক,স্লোগান’ ৭১ এর সভাপতি মো.নাজিম উদ্দিন হাসান শুভ,ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবেশ সংসদের সভাপতি আরাফাত আরেফিন উৎস,ঢাকা বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক সংসদের সাধারণ সম্পাদক জয় দাস,ঢাকা বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফিক সোসাইটির সাধারণ সম্পাদক কামরুল হাসানসহ অনেকে।
২৮ জুন ২০২২
এজি