সামাজিক ও মানবিক সংগঠন আপন এবং ফেমাস ডেন্টাল কেয়ারের উদ্যোগে পানিবন্দী মানুষের মাঝে খাদ্যপণ্য, ঔষধ, নতুন পোশাকসহ বিভিন্ন উপহার বিতরণ করা হয়েছে। ৩০ আগস্ট শুক্রবার বিকেল থেকে সন্ধ্যা রাত পর্যন্ত আপন -এর স্বেচ্ছাসেবীরা চাঁদপুরের শাহরাস্তি উপজেলার পূর্ব-চিতশি ইউনিয়নের মনিপুর ও যাদবপুর গ্রামে এই উপহার সামগ্রী বিতরণ করেন । প্রতিটি উপহারের প্যাকেটে ছিল চিড়া, মুড়ি, বিস্কুট, গুড়, ঔষধ, খাবার স্যালাইন, ফিটকিরি বিশুদ্ধ খাবার পানি এবং বিভিন্ন বয়সের মানুষের জন্য নতুন পোশাক।
সামাজিক সংগঠন আপন -এর প্রতিষ্ঠাতা ও সভাপতি রোটারিয়ান ডা. রাশেদা আক্তার জানান, দেশের বিভিন্ন জেলায় ভয়াবহ বন্যার দুর্যোগ চলছে। এরই মধ্যে আমাদের চাঁদপুরের তিনটি উপজেলায় টানা বৃষ্টির কারণে কৃত্রিম বন্যা অর্থাৎ জলাবদ্ধতা দেখা দিয়েছে। হাজার হাজার মানুষ পানিবন্দী হয়ে মানবতার জীবনযাপন করছে। চাঁদপুরে এমন অসংখ্য গ্রাম রয়েছে যেখানে এখনো কোন প্রকার সাহায্য সহযোগিতা পৌঁছায়নি। আমরা এমন ২টি গ্রামের তথ্য সংগ্রহ করে তাদের বাড়ি বাড়ি গিয়ে আমাদের উপহার সামগ্রী তুলে দিয়েছি।
তিনি বলেন, যেকোনো দুর্যোগকলীন সময়ে সামাজিক সংগঠন আপন চাঁদপুরের বিপদগ্রস্ত মানুষের পাশে ছিল। সেই ধারাবাহিকতায় এবারের বন্যা দুর্গত চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় কয়েক শতাধিক পানিপন্দি পরিবারকে আমরা উপহার দিতে পেরেছি। আমাদের এই মানবিক কাজে ফেমাস ডেন্টাল কেয়ার এবং সমাজের অনেক মানবিক মানুষ সহযোগিতা করেছেন। আমি সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি।
এ সময় উপস্থিত ছিলেন সামাজিক সংগঠন আপন -এর উপদেষ্টা রোটারিয়ান ডা. মাসুদ হাসান, সহসভাপতি রোটারিয়ান আরাফুল আরিফ, সাধারণ সম্পাদক আশিক বিন রহিম, যুগ্ম সম্পাদক সিত্তূল মুনা চৈতি, সাংগঠনিক সম্পাদক আল আমিন মুন্সী, আবৃত্তি শিল্পী ও সমাজকর্মী তানজিলা তাবাসসুম, আপনের ইরফান আহমেদ বোরহান, আবু জাফর, মাহি, তাহাসিন, জাকারিয়া, সাইফ, ফয়সালসহ আরো অনেকে।
এছাড়া স্থানীয়ভাবে এই উপহার বিতরণ কার্যক্রমের সহযোগিতা করেন, এডভোকেট মোঃ কালাম, সমাজকর্মী জেএইচ সুমি, রোটারিয়ান নাজমুল আসিফ নিশু, নকিব, রানা, অন্তুসহ আরো অনেকে।
প্রতিবেদক: আশিক বিন রহিম, ৩১ আগস্ট ২০২৪