Home / চাঁদপুর / বন্যাদুর্গতদের পাশে চাঁদপুর ‘তারুণ্যের অগ্রদূত’
বন্যাদুর্গতদের পাশে চাঁদপুর ‘তারুণ্যের অগ্রদূত’

বন্যাদুর্গতদের পাশে চাঁদপুর ‘তারুণ্যের অগ্রদূত’

দিনাজপুরের বিরল উপজেলার সরগ্রাম ইউনিয়নের দোহপাড়া, সেনপাড়া, জর্দ্দারপাড়া ও নাড়াবাড়ি বাজারের ৬০ টি বন্যা ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে টাকা বিতরণ করেছে চাঁদপুরের সামাজিক সংগঠন তারুণ্যের অগ্রদূত।

চাঁদপুরের তরুনদের নিয়ে গড়া এ সামাজিক সংগঠন গত ২৩ সেপ্টেম্বর বন্যাপরবর্তী পুনর্বাসনের লক্ষে অর্ধলক্ষাধীক টাকা বিতরণ করে।

মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) সংগঠন থেকে পাঠানো এক প্রেস বার্তায় জানানো হয়, স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসির সহযোগিতায় তারুণ্যের অগ্রদূতের যুগ্ম সাধারণ সম্পাদক জি এম সিয়াম, সাংগঠনকি সম্পাদক আল আমিন তালুকদার ও সহ-সাংগঠনিক সম্পাদক এম কে মুন্নার তত্ত্বাবধানে সরগ্রাম ইউনিয়ন পরিষদে এই অর্থ বিতরণ করা হয়।

চাঁদপুর ও উত্তরাঞ্চলের বন্যাদুর্গতদের সহযোগিতার লক্ষ্যে গত ১৪ আগস্ট থেকে ১৯ আগস্ট পর্যন্ত চাঁদপুরের বিভিন্ন ব্যবসা ও শিক্ষাপ্রতিষ্ঠান থেকে অর্থ সংগ্রহ করে তারুণ্যের অগ্রদূতের সদস্যরা।

বন্যাদুর্গতদের সহযোগিতার অংশ হিসেবে গত ২৯ আগস্ট চাঁদপুরের তরপুরচন্ডি ইউনিয়নের আনন্দ বাজার এলাকার বন্যাদুর্গতদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করে তারুণ্যের অগ্রদূত।

প্রেস বিজ্ঞপ্তি
: : আপডেট, বাংলাদেশ ২: ০৩ পিএম, ২৫ সেপ্টেম্বর, ২০১৭ সোমবার
ডিএইচ

Leave a Reply