বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর বলেছেন,কোনো প্রতিষ্ঠানকেই বন্ধ হতে দেব না। এটাই হলো আমাদের লক্ষ্য। এস আলমই হোক বা বেক্সিমকোই হোক প্রতিষ্ঠানগুলো জাতীয় সম্পদ। প্রকৃত মালিক থাকুক বা না থাকুক প্রতিষ্ঠানগুলো চালানোর ব্যবস্থা হবে। প্রতিষ্ঠানগুলোতে অনেক কর্মচারী কর্মরত আছেন। গতকাল এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
বাংলাদেশ ব্যাংকের সম্মেলন কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। আহসান এইচ মনসুর বলেন,দেশ উৎপাদনের সঙ্গে এসব প্রতিষ্ঠানের সম্পর্ক আছে, তাদের সঙ্গে ব্যাংকেরও সম্পর্ক রয়েছে। এগুলো তো বিচ্ছিন্ন করা যাবে না। কাজেই,আমাদের একটু ভিন্ন দৃষ্টিকোণ থেকে দেখতে হবে। ব্যক্তি এবং প্রতিষ্ঠান কিন্তু আলাদা। যাতে ফান্ড ডাইভারশন না হয়। এটা আমাদের প্রচেষ্টা থাকবে। কোনো প্রতিষ্ঠানকে আমরা মারতে দেব না। প্রতিষ্ঠান মারা খুব সহজ কিন্তু গড়ে তোলা অনেক কঠিন এবং অনেক সময়ের ব্যাপার।
প্রতিষ্ঠানগুলো থেকে দেশ উপকৃত হয়,জাতি উপকৃত হয়। আমরা ব্যর্থ হতে চাই না। প্রতিষ্ঠানগুলোকে ব্যর্থ হতে দেব না। গভর্নর বলেন,তাড়াহুড়া বা ইমোশন অল্প সময়ের জন্য মানুষকে উত্তেজিত করে। কিন্তু ইমোশন দিয়ে দেশ চালালে সেটা ভালো হয় না। আমাকে বাস্তববাদী হতে হবে। পাশাপাশি সঠিক নীতি প্রণয়ন এবং তা বাস্তবায়নের মাধ্যমে পরিবর্তন আনতে হবে।
তিনি বলেন,সবার আমানতের নিরাপত্তার দায়িত্ব কেন্দ্রীয় ব্যাংকের। আমাদের প্রধান লক্ষ্য সবার আমানত ফেরত দেয়া। এজন্য বিভিন্ন ব্যবস্থা নেয়া হচ্ছে। ব্যাংকগুলোকে সহায়তা করা হবে। তবে সেটা বাচ্চা নয়,ললিপপ চাইল,আর দিয়ে দিলাম। এ রকম হবে না।
চাঁদপুর টাইমস রিপোর্ট
১৯ নভেম্বর ২০২৪
এজি