পবিত্র কাবা ও মসজিদে নববীতে প্রবেশ ও নামাজ স্থগিত করেছে সৌদি আরব। এর আগে দেশটির সকল মসজিদে নামাজ আদায় বন্ধ ঘোষণা করা হয়।
শুক্রবার ২০ মার্চ প্রাণঘাতী করোনাভাইরাসরে প্রদুর্ভাব ঠেকাতে এ সিদ্ধান্ত নেয়া সৌদি সরকার।
মক্কা ও মদিনার মসজিদ দুটিতে নামাজ, বিশেষ করে জুমার নামাজ সাময়িকভাবে বন্ধ করা হচ্ছে। এমন খবর প্রকাশ করেছে সৌদি সংবাদমাধ্যম আল-আরাবিয়া।
ওই প্রতিবেদনে বলা হয়, জেনারেল প্রেসিডেন্সি অব দ্য গ্র্যান্ড মস্ক অ্যান্ড দ্য প্রফেট’স অ্যাফেয়ার্সের মুখপাত্র টুইটার বার্তায় জানায়, ‘করোনা প্রতিরোধে কর্তৃপক্ষ, নিরাপত্তা সংস্থা ও স্বাস্থ্য বিভাগের সিদ্ধান্ত অনুযায়ী আজ থেকে কাবা ও মসজিদে নববীতে জন সমাগম ও নামাজ বন্ধ রাখা হয়েছে।’
এর আগে ১৭ মার্চ, মঙ্গলবার করোনাভাইরাসের কারণে মসজিদুল হারাম ও মসজিদে নববী ব্যতীত সকল মসজিদে নামাজ পড়া বন্ধ ঘোষণা করে সৌদি আরব।
জামাতের সাথে জুমাসহ ৫ ওয়াক্ত নামাজ সাময়িক সময়ের জন্য বন্ধ করা হয়। দেশটির সর্বোচ্চ ধর্মীয় কর্তৃপক্ষ ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের বৈঠকের পর নতুন এ সিদ্ধান্ত নেয়া হয়।
বৃহস্পতিবার পর্যন্ত সৌদি আরবে ২৭৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন বলে জানায় দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।
ঢাকা ব্রুরো চীফ ,২০ মার্চ ২০২০