Home / সারাদেশ / বন্ধ কিন্ডারগার্টেনের শিক্ষার্থীরা যেভাবে প্রাথমিকে ভর্তি হবে
Raldia-primary-school-
ফাইল ছবি

বন্ধ কিন্ডারগার্টেনের শিক্ষার্থীরা যেভাবে প্রাথমিকে ভর্তি হবে

বন্ধ হওয়া কিন্ডারগার্টেনের শিক্ষার্থীরা বিনা ছাড়পত্রে (টিসি) বছরের যেকোনও সময় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি হতে পারবে। ভর্তির ক্ষেত্রে শিক্ষার্থীর আইডি কার্ড,বেতন বই বা রশিদ, ক্লাস ডায়েরি ও ভই-খাতা থাকলেই চলবে। সম্প্রতি এ সংক্রান্ত পরিপত্র জারি করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো.আকরাম-আল-হোসেন স্বাক্ষরিত পরিপত্রে বলা হয়, করোনাভাইরাসের কারণে উদ্ভূত পরিস্থিতিতে সারাদেশে বিদ্যালয় বন্ধ রয়েছে।

এ পরিস্থিতিতে বিভিন্ন কারণে ছাত্রছাত্রীরা বর্তমানে শহর ছেড়ে গ্রামে অবস্থান করছে। গণমাধ্যম, সামাজিক যোগাযোগ মাধ্যম এবং বিভিন্ন উৎস থেকে পাওয়া তথ্য অনুযায়ী, বেসরকারি কিন্ডারগার্টেন বন্ধ হয়ে যেতে পারে। ফলে ছাত্র-ছাত্রীরা বিদ্যালয়বিহীন হয়ে পড়তে পারে।

বার্তা কক্ষ , ১৮ আগস্ট ২০২০