চাঁদপুর সদর

চাঁদপুর টেকনিক্যাল স্কুল ও কলেজে শিক্ষক কর্মচারীদের কর্মবিরতি

চাঁদপুরে টেকনিক্যাল স্কুল ও কলেজ এবং পলিটেকনিক ইন্সটিটিউট সমূহে পরিচালিত দ্বিতীয় শিফটের সম্মানী ভাতা প্রসঙ্গে অর্থ মন্ত্রণালয়ের জারিকৃত পত্রের সিদ্বান্ত বাতিলের জন্য শিক্ষক কর্মচারীদের কর্ম বিরতি পালন করা হয়েছে।

রোববার (৪ নভেম্বর) বিকেলে চাঁদপুর টেকনিক্যাল স্কুল ও কলেজ প্রাঙ্গণে এ কর্মবিরতির আয়োজন করেন প্রতিষ্ঠান কর্তৃপক্ষ।

এসময় বক্তারা বলেন ,‘বর্তমান বেসিকের ৫০% হারে সন্মানী ভাতা প্রদান এবং পর্যায় ক্রমে ১০০% হারে বৃদ্ধি করতে হবে, দাবি না মানলে ২য় শিফটের সকল কার্যক্রম স্থগিত রাখার সিদ্ধান্ত চলমান রাখবেন বলে ঘোষনা দেন। পাশাপাশি সরকারকে তাদের দাবি অবিলম্বে মেনে নেওয়ার আহবান জানান। তা না হলে আগামীতে আরও কঠোর কর্মসূচি দেওয়ার হুশিয়ারি উচ্চারণ করেন।’

উপস্থিত ছিলেন ইলেক্ট্রিক্যাল ট্রেডের চীফ ইন্সট্রাক্টর মোহাম্মদ আব্দুর রশিদ,অটো মোবাইল ট্রেডের চীফ ইন্সট্রাক্টর আলমগীর হোসেন, কেন্দ্রীয় টেকনিক্যাল স্কুল ও কলেজের শিক্ষক সমিতির যুগ্ম সম্পাদক মোহাম্মদ শরিফুর রহমান, ড্রেসমেকিং ট্রেডের জুনিয়র ইন্সট্রাক্টর মোঃ মনির হোসেন, উচ্চমান সহকারী আক্তার হোসেনসহ শিক্ষক- কর্মচারীবৃন্দ।

প্রতিবেদক:আনোয়ারুল হক

Share