‘বন্দুকযুদ্ধে ডাকাত’ নিহত : অস্ত্র উদ্ধার
ঝিনাইদহের কালীগঞ্জের পিরোজপুরে ‘ডাকাত দলের সঙ্গে পুলিশের বন্দুকযুদ্ধে’ অজ্ঞাত (৪০) এক ডাকাত নিহত হয়েছে। শুক্রবার (১ সেপ্টেম্বর) ভোররাত ৪টার দিকে এ ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটে।
নিহত ‘ডাকাতের’ নাম-পরিচয় পাওয়া যায়নি।
‘ঘটনাস্থল থেকে’ পুলিশ একটি দেশীয় শাটারগান, এক রাউন্ড গুলি, পাঁচটি ককটেল, চারটি রামদা, একটি চাইনিজ কুড়ালসহ ডাকাতি করার বিপুল পরিমান সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে।
ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী সাংবাদিককে জানান, ‘শুক্রবার ভোররাত ৪টার দিকে জেলার কালীগঞ্জ উপজেলার ঝিনাইদহ-যশোর সড়কের পিরোজপুর কড়ইতলায় একদল ডাকাত গাছ ফেলে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। এ সময় পুলিশের একটি টহল দল সড়ক দিয়ে যাওয়ার সময় ডাকাতরা পুলিশকে লক্ষ্য করে ককটেল ও গুলি ছোঁড়ে। পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছোঁড়ে। তৎসময় দুপক্ষের মধ্যে গুলি বিনিময়ের সময় এক ডাকাত গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই নিহত হয়। বাকি ডাকাতরা অস্ত্র, গুলি, ককটেলসহ ডাকাতির সারঞ্জাম রেখে পালিয়ে যায়।’
পুলিশ রাতেই লাশ উদ্ধার করে কালীগঞ্জ হাসপাতালে আনে। তবে এখন পর্যন্ত নিহতের পরিচয় জানাতে পারেনি পুলিশ।
[author image=”https://chandpurtimes.com/wp-content/uploads/2015/11/TAREQ.jpg” ] প্রতিবেদক- জাহিদুর রহমান তারেক, ঝিনাইদহ করেসপন্ডেন্ট [/author]