চাঁদপুর জেলার পরিবেশ রক্ষায় প্রাকৃতিক পরিবেশ,প্রাকৃতিক ভারসাম্য রক্ষা, শিক্ষা প্রতিষ্ঠান ছায়ানীবিড় পরিবেশ বিদ্যমান রাখতে চলতি মৌসুমে চাঁদপুর জেলার সকল উপজেলায় ৫৫ হাজার টাকা বিক্রির জন্যে গাছের চারা বিতরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে বলে ভাবপ্রাপ্ত জেলা বন সংরক্ষকের অফিস সূত্রে ১ জুন বুধবার দুপুরে জানা গেছে ।
এরমধ্যে চাঁদপুর জেলার সদরে ও হাজীগঞ্জে ১৮ হাজার করে, কচুয়া,শাহরাস্তি ও মতলবে ৫ হাজার বিভিন্ন ধরনের ফল ও ঔষুধি ফলের গাছ ঔষধি গাছ প্রস্তুত রাখা হয়েছে। বাকি অন্যান্য উপজেলায় বিক্রির উদ্দেশ্যে উপজেলা বন নার্সারীতে রয়েছে ।
চাঁদপুর জেলার ভারপ্রাপ্ত বন সংরক্ষক মো.তাজুল ইসলাম বলেন,‘৫৫ হাজার চারা সকল উপজেলায় সরকারি নির্দেশনা মতে বিক্রির জন্য প্রস্তুত রাখা হয়েছে এবং চলমান বর্ষা মৌসুমে বিতরণ বিদ্যমান রয়েছে্ ।’
তিনি আরো বলেন,‘চাঁদপুরে নতুন করে ৮ কি.মি বাগানসৃজন করা হবে। এর মধ্যে ‘চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলায় ৬ কি.মি.ও কচুয়ায় ১ কি.মি নতুন বাগান সৃজন করা লক্ষ্য নির্ধারণ করা হয়েছে । জুন থেকেই এর কার্যক্রম শুরু হবে। কচুয়া ও শাহরাস্তি উপজেলার বন বিভাগ এ প্রকল্প বাস্তবায়ন করবে। ’
আবদুল গনি,
চাঁদপুর টাইমস
১ জুন ২০২২
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur