Home / উপজেলা সংবাদ / ফরিদগঞ্জ / ‘বঞ্চিত মানুষের অধিকার প্রতিষ্ঠায় বিএনপি গঠন করেছেন জিয়াউর রহমান’
BNP-Faridgonj

‘বঞ্চিত মানুষের অধিকার প্রতিষ্ঠায় বিএনপি গঠন করেছেন জিয়াউর রহমান’

ফরিদগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৩৭তম মৃত্যুবার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩০ মে) পৌর শহরের আম্বিয়া ইউনুছ ফাউন্ডেশন মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির কেন্দ্রিয় নির্বাহী কমিটির সদস্য সিআইপি মো. মোতাহার হোসেন পাটওয়ারী বলেন, মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বঞ্চিত জনগনের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে গণমানুষের দল বিএনপি প্রতিষ্ঠা করেন। মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করাই বিএনপির প্রধান লক্ষ্য। কিন্তু বর্তমানে ফ্যাসিবাদী সরকার গণতন্ত্রকামি বিএনপির নেতাকর্মীদের মামলা ও হামলা দিয়ে হয়রানি করছে। বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে মিথ্যা মামলায় সাজা দিয়ে জেলে অন্তরীন করে রেখেছে। অপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়াকে জেল থেকে মুক্ত করতে রাজপথে তীব্র আন্দোলন গড়ে তুলতে হবে। যে কোন মূল্যে আগামী নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে।

ফরিদগঞ্জ পৌর বিএনপির সভাপতি মো. হারুনুর রশিদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আমানত গাজীর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সহ-সভাপতি আবুল কাসেম, মাহাবুবুর রহমান মফু, ভিপি সিরাজুল ইসলাম পাবক, উপজেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন, সহ সাধারণ সম্পাদক ভিপি মো. শাহ আলম মুকুল, সাংগঠণিক সম্পাদক ভিপি মজিবুর রহমান দুলাল, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান, ছাত্রদলের কেন্দ্রিয় কমিটির সদস্য সফিউল আজম, জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক আব্দুল মতিন, উপজেলা ছাত্রদলের আহবায়ক মো. জাহাঙ্গীর আলম নান্টু।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক আব্দুর রহমান, প্রচার সম্পাদক সেলিম পাটওয়ারী, সহ-প্রচার সম্পাদক মশিউর রহমান মনা মাষ্টার, পল্লী উন্নয়ন সমবায় ও গ্রাম বিষয়ক সম্পাদক মোক্তার আহমেদ খন্দকার, সদস্য শাহাদাত হোসেন টেলু, পৌর বিএনপির সহ-সভাপতি রফিকুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদুল হাছান মঞ্জু, ৭নং পাইকপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি ভিপি আবুল খায়ের রুবেল, ১নং ইউনিয়ন সাবেক চেয়ারম্যান আতিকুর রহমান বাবলু পাটওয়ারী, ২নং ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শাহাদাত হোসেন নয়ন, ৪নং ইউনিয়ন বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম বুলু, সাধারণ সম্পাদক সফিউল্ল্যা হায়দার, ১৬নং ইউনিয়ন বিএনপি নেতা আনোয়ার হোসেন পাটওয়ারী, পৌর কাউন্সিলর হারুনুর রশিদ, ইসমাইল হোসেন সোহেল, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক আমির হোসেন বেপারী, বিল্লাল হোসেন, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক মঞ্জুর হোসেন রনি, পৌর ছাত্রদলের সদস্য সচিব কামরুল ইসলাম রাঢ়ি, যুগ্ম আহবায়ক সোহাগ পাটওয়ারী, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক এমরান হোসেন স্বপন প্রমুখ।

প্রতিবেদক : আতাউর রহমান সোহাগ

Leave a Reply