বজ্রপাত থেকে বাঁচতে বেশি করে তাল গাছ লাগানোর পরামর্শ দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘তাল গাছের একটা গুণ আছে। বজ্রপাত হলেই কিন্তু সেটা এসে তালগাছে পড়ে। তালগাছ বিদ্যুৎ টেনে নেয়।’
বৃহস্পতিবার (১৩ অক্টোবর) দুপুরে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ‘আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০১৬’ উদযাপন অনুষ্ঠানে এ পরামর্শ দেন তিনি।
তিনি আরো বলেন, ‘আমাদের দেশে আস্তে-আস্তে যেন তাল গাছ হারিয়ে যাচ্ছে। আমার মনে হয় এই তালগাছ আবার লাগানো শুরু করা উচিত।’
সম্প্রাতিক সময়ে বজ্রপাতে দেশের বিভিন্ন স্থানে মানুষের মৃত্যু ঘটনার প্রসঙ্গ টেনে শেখ হাসিনা বলেন, ‘ইদানিং বজ্রপাত খুব বেশি দেখা যাচ্ছে। এক সময়, বাংলাদেশের প্রতিটি রাস্তায়, বাড়ির কোণায় কিংবা মসজিদের পাশে সব জায়গায় তালগাছ দেখা যেতো। ইদানিং তালগাছ নাই। তালগাছ কেউ লাগায় না।’
আগে প্রত্যেক বাড়ির সঙ্গে তালগাছ থাকতো বলেও মন্তব্য করেন তিনি।
ভবনে বজ্র নিরোধক ধাতব দণ্ড লাগানোর নির্দেশনা দিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘স্কুল, কলেজ ও সাইক্লোন সেন্টারের যেখানেই ভবন নির্মাণ করা হবে, সেখানেই আর্থিং ব্যবস্থা রাখতে হবে। তাহলে বজ্রপাত হলে, তা ধাতব দণ্ড বা আর্থিং ব্যবস্থ্যার মধ্যদিয়ে বিদ্যুৎ মাটিতে চলে যাবে। এই আর্থিং ব্যবস্থাও আজকাল মনোযোগ দিয়ে করা হয় না।’
ঝড়, বন্যা, জলোচ্ছ্বাসহ প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা পেতে উপকূলীয় এলাকাসহ গোটা দেশকে সবুজ বেষ্টনিতে পরিণত করতে সবাইকে বেশি করে গাছ লাগানোর আহ্বান জানান আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।
নিউজ ডেস্ক : আপডেট, বাংলাদেশ সময় ০২:৫০ পিএম, ১৩ অক্টোবর ২০১৬, বৃহস্পতিবার
ডিএইচ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur