ছয় জেলায় গতকাল শনিবার সকালে বজ্রপাতে ১০ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন পাঁচজন। সুনামগঞ্জের ধর্মপাশায় মনাই নদীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে মনজু মিয়া (২২) নামে এক যুবকের মৃত্যু হয়।
হবিগঞ্জের আজমিরীগঞ্জের রনিয়া গ্রামে কুশিয়ারা নদীতে মাছ ধরার সময় বজ্রপাতে গ্রামটির দুজন নিহত হয়। মৃতরা হলেন—মফিজ মিয়ার ছেলে পলাশ মিয়া (২৫) ও মৃত মানিক মিয়ার ছেলে সরফত আলী (১৬)। একই জেলার শায়েস্তাগঞ্জের চণ্ডীপুর গ্রামে ছেলেকে ঘরে আনতে গিয়ে বজ্রপাতে মৃত্যু হয় আকছির মিয়া (৫০) নামে এক ব্যক্তি।
কিশোরগঞ্জের ভৈরবে বজ্রপাতে নিহত হয়েছেন দুজন। নিহতরা হলেন মেন্দিপুরের মৃত হাসান আলীর ছেলে কৃষক মো. সেলিম মিয়া (৩০) ও বড় ছয়সুতির হারুনের ছেলে মো.কামরুল (১২)।
মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় পৃথক স্থানে বজ্রপাতে দুজনের মৃত্যু হয়। তাঁরা হলেন গল্লাসাঙ্গন গ্রামের আব্দুল মতিন (৫৫) ও কাজিরবন্দ গ্রামের রুবেল আহমদ (২৫)। একই জেলার কমলগঞ্জে ঘাস কাটতে গিয়ে বজ্রপাতে মৃত্যু হয়েছে মাদরাসার ষষ্ঠ শ্রেণির ছাত্র আব্দুল লতিফের (১৫)।
নরসিংদীর রায়পুরায় ফুটবল খেলার সময় বজ্রপাতে নবম শ্রেণির স্কুলছাত্র তোফাজ্জল হোসেনের মৃত্যু হয়।
বার্তা কক্ষ , ৭ জুন ২০২০
এজি
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur