বৃহস্পতিবার, ১১ জুন ২০১৫ ০৯:৪১ অপরাহ্ন
আহছান হাবিব :
বৃহস্পতিবার সকাল থেকে প্রচন্ড ঝড়বৃষ্টি ও বজ্রপাতে চাঁদপুর পল্লীবিদ্যুৎ সমিতির আওতাধীন চাঁদপুর-ফরিদগঞ্জ ৩৩ কেবি লাইনে যান্ত্রিক ত্রুটি দেখা দেয় এবং বিভিন্ন স্থানে বৈদ্যুতিক খুঁটি ভেঙ্গে যায়। এজন্য বৃহস্পতি বার সকাল থেকেই ওই এলাকায় বিদ্যুৎ সরবারহ বন্ধ হয়ে যায়।
যান্ত্রিক ত্রুটি সমাধানের জন্য সকাল থেকে চেষ্টা করেও সম্ভব না হওয়ায় বৃহস্পতিবার বিকেলে বিদ্যুৎ সরবরাহ সাময়িক বন্ধের ঘোষণা দেয় ফরিদগঞ্জ জোনাল অফিস।
গ্রাহকদের সুবিধার্থে বিকেল থেকে মাইকিংয়ের মাধ্যমে বিদ্যুৎ সরবারহ বন্ধের ঘোষণা দেয় উপজেলা জোনাল অফিস।
তবে কখন এই সমস্যা সমাধান হবে তা ঘোষণা দেওয়া হয়নি।
এই বিষয়ে ফরিদগঞ্জ অফিসের জিএম-এর সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
চাঁদপুর টাইমস : প্রতিনিধি/ এমআরআর/২০১৫
চাঁদপুর টাইমস’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।