চাঁদপুরের মতলব উত্তর উপজেলার দক্ষিণ রামপুর বেড়ীবাঁধ এলাকায় শুক্রবার (২৯ জুলাই) বেলা সাড়ে ১১টায় নাছিমা বেগম (৪০) নামে গৃহবধূ বজ্রপাতে নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, রান্না ঘরে যাওয়ার পথে হঠাৎ বজ্র পড়ে বাবুল পালের স্ত্রী নাছিমা বেগমের উপর। সাথে সাথে সে ঝলসে যায়। স্থানীয়রা এগিয়ে এসে তাকে উদ্ধার করে আমিরাবাদ বাজারে চিকিৎসকের কাছে নিয়ে গেলে চিকিৎসক তার মৃত্যু হয়েছে বলে জানায়।
নিহত নাছিমা বেগম স্বামী ও ৪ ছেলেকে নিয়ে মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্পের বেড়ি বাঁধে ঘর তুলে বসবাস করে আসছিলো।
এ দিকে চাঁদপুর টাইমসের কচুয়া প্রতিনিধির পাঠানো সংবাদে জানা যায়, কচুয়ায় বজ্রপাতে বিল্লাল হোসেন(৪১) নামে কৃষক নিহত হয়েছে। গতকাল শুক্রবার দুপুরে উপজেলার বধুন্ডা গ্রামে এ ঘটনা ঘটে।
জানা গেছে, উপজেলা বুধুন্ডা গ্রামের উত্তর পাড়া প্রধানীয় বাড়ির জাফর আলীর পুত্র বিল্লাল হোসেন প্রধান শুক্রবার ১২ টার দিকে বাড়ির পাশে নিজের ধানের ফসলি জমি মাঠে দেখতে গেলে তাৎক্ষনিক ভাবে তার উপর বজ্রপাত হয়।
বজ্রপাতে কৃষক বিল্লাল হোসেনের পুরো শরীর ঝলসে গিয়ে ঘটনাস্থলে তিনি মারা যায়।
পরে বিকেলে তার লাশ জানাযা শেষে তার পারিবারিক করবস্থানে দাফন করা হয়।
মতলব উত্তর থেকে খান মোহাম্মদ কামাল ও কচুয়া থেকে জিসান আহমেদ নান্নু
: আপডেট, বাংলাদেশ সময় ১১:৫০ পিএম, ২৯ জুলাই ২০১৬, শুক্রবার
ডিএইচ